করোনা আক্রান্ত রাহুল দ্রাবিড়, থাকছেন না এশিয়া কাপে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৫১ পিএম, ২৩ আগস্ট ২০২২
করোনা আক্রান্ত রাহুল দ্রাবিড়, থাকছেন না এশিয়া কাপে

এশিয়া কাপের আগে আরও এক ধাক্কা লাগলো ভারতীয় শিবিরে। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে হেড কোচ রাহুল দ্রাবিড়কে পাচ্ছে না ভারত। করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের সাবেক এই ব্যাটার।

আসন্ন এশিয়া কাপে ভারতীয় দলে দ্রাবিড়ের জায়গায় কাকে হেড কোচের দায়িত্ব দেওয়া হবে সে বিষয়ে কিছুই জানায়নি বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। এমনকি আদৌ হেড কোচ হিসেবে কেউ যাবে কিনা সেটাও জানা যায়নি।

তবে দ্রাবিড়ের অবস্থা খুব বেশি মারাত্মক নয়। তাকে আপাতত আইসোলেশনে পাঠানো হয়েছে। সংবাদ সংস্থা পিটিআই’র বরাত দিয়ে জানা যায়, বিসিসিআইয়ের এক সদস্য জানিয়েছেন, তারা আশা করছেন ভারতের প্রথম ম্যাচের আগেই সুস্থ হয়ে দলের সাথে যোগ দিতে পারবেন রাহুল। 

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী শেষ পর্যন্ত দ্রাবিড় যেতে না পারলে বা যাওয়ার আগপর্যন্ত সহকারী কোচ পরশ মামব্রে বা ভারতের সাবেক ব্যাটার ভিভিএস লক্ষণকে এশিয়া কাপের জন্য হেড কোচের দায়িত্ব দিতে পারে বিসিসিআই।

কয়েক মিনিটেই শেষ এশিয়া কাপে পাক-ভারত মহারণের টিকিট

এর আগে সদ্য জিম্বাবুয়ে সফরেও ভারতের হেড কোচের দায়িত্বে ছিলেন লক্ষণ। রাহুলকে বিশ্রাম দেওয়ার জন্য লক্ষণকে এই সিরিজে পাঠিয়েছিল বিসিসিআই। 

এদিকে দুবাইয়ের উদ্দেশ্যে মঙ্গলবার (২৩ আগস্ট) দেশ ছাড়ার কথা রয়েছে রোহিত শর্মার দলের। এমন দিনেই হেড কোচকে হারানোর দুঃসংবাদ পেল টিম ইন্ডিয়া।

এশিয়া কাপে ভারতের চেয়ে এগিয়ে পাকিস্তান: সরফরাজ

এশিয়া কাপে এর আগে ইনজুরির কারণে ভারত দল থেকে ছিটকে গেছেন পেসার জসপ্রীত বুমরাহ। একই কারণে দলে নেই আরেক পেসার হার্সেল প্যাটেলও।

অন্যদিকে লম্বা বিশ্রাম শেষ দলে ফিরেছেন সিনিয়র ব্যাটার বিরাট কোহলি। এছাড়া জিম্বাবুয়ে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা কেএল রাহুলও রয়েছেন এবারেরর এশিয়া কাপের ভারত দলে।

চলতি বছরের ২৮ আগস্ট চীরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ভারতে এশিয়া কাপের শিরোপা ধরে রাখার মিশন। ‘এ’ গ্রুপে তাদের আরেক প্রতিপক্ষ নির্ধারণ হবে বাছাই পর্ব থেকে। 

স্পোর্টসমেইল২৪/এসকেডি 



শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশকে লজ্জা দেওয়া জিম্বাবুয়ে ভারতের কাছে হোয়াইটওয়াশ

বাংলাদেশকে লজ্জা দেওয়া জিম্বাবুয়ে ভারতের কাছে হোয়াইটওয়াশ

ভারত বিশ্বকাপের পথে বড় ধাক্কা খেল ওয়েস্ট ইন্ডিজ

ভারত বিশ্বকাপের পথে বড় ধাক্কা খেল ওয়েস্ট ইন্ডিজ

অসংখ্য সমর্থন-ভালোবাসার পরও একাকীত্বে ভুগেছি: কোহলি

অসংখ্য সমর্থন-ভালোবাসার পরও একাকীত্বে ভুগেছি: কোহলি

এশিয়া কাপ ও বিশ্বকাপে সাকিব দুর্দান্ত না খেললে অবাক হবো: ওয়াটসন

এশিয়া কাপ ও বিশ্বকাপে সাকিব দুর্দান্ত না খেললে অবাক হবো: ওয়াটসন