বাংলা টাইগার্সের কোচিংয়ে আফতাব-স্টনিয়ার, মেন্টর নাজমুল আবেদিন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:১৯ পিএম, ২৩ আগস্ট ২০২২
বাংলা টাইগার্সের কোচিংয়ে আফতাব-স্টনিয়ার, মেন্টর নাজমুল আবেদিন

আবুধাবি টি-টেন লিগে বাংলাদেশি মালিকানাধীন দল বাংলা টাইগার্সের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক টাইগার ক্রিকেটার আফতাব আহমেদ। সহকারী কোচ এবং ট্রেইনার হিসেবে রয়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের হয়ে দায়িত্ব পালন করা রিচার্ড স্টনিয়ার। এছাড়া দলের ক্রিকেটারদের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করবেন নাজমুল আবেদিন ফাহিম।

আইসিসির স্বীকৃত টি-টেন লিগের ষষ্ঠ আসরকে সামনে রেখে মঙ্গলবার (২৩ আগস্ট) কোচিং স্টাফদের নাম ঘোষণা করেছে বাংলা টাইগার্স। বাংলাদেশি মালিকানাধীন ক্লাবটি ওয়েবসাইটে আলাদা আলাদা বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়গুলো নিশ্চিত করা হয়েছে।

ফ্র্যাঞ্চাইজিটির কোচ হিসাবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের সাবেক ব্যাটার আফতাব আহমেদ। টি-টেন লিগের ৬ষ্ঠ আসরে আফতাবের কাঁধে তুলে দেওয়া হয়েছে প্রধান কোচের দায়িত্ব। তার সহকারী হিসেবে থাকছেন বাংলাদেশে বেশ পরিচিত আরেক মুখ।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের হয়ে দীর্ঘদিন কাজ করে পরিচিতি পাওয়া রিচার্ড স্টনিয়ার দলটি ট্রেনার ও সহকারী কোচ হিসাবে নিয়োগ পেয়েছেন। অল্প অল্প বাংলা জানা এ ক্রিকেট মাস্টার আফতাবের সহকারী হিসেবে বাংলা টাইগার্সে কাজ করবেন।

এছাড়া সাকিব আল হাসান-তামিম ইকবালদের ক্রিকেট গুরু নাজমুল আবেদিন ফাহিম স্যার দলটির মেন্টর হিসেবে দায়িত্ব পালন করবেন।

অস্ট্রেলিয়া ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর নভেম্বর-ডিসেম্বরে মাঠে গড়াবে আবুধাবি টি-টেন লিগের এবারের আসর। ১০ ওভারের জনপ্রিয় এ ক্রিকেট টুর্নামেন্টের এবারের আসরে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে ২৩ নভেম্বর এবং ৪ ডিসেম্বর ফাইনাল ম্যাচ দিয়ে পর্দা নামবে।

এবারের মৌসুমেও ৬টি দল মাঠের লড়াইয়ে নামবে। বাংলা টাইগার্স ছাড়া বাকি পাঁচটি দল হলো- ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ডেকান গ্ল্যাডিয়েটর্স, দিল্লি বুলস, চেন্নাই ব্রেভস, নর্দান ওয়ারিয়র্স এবং টিম আবুধাবি।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

বিধ্বংসী রাসেলে টি-টেন চ্যাম্পিয়ন ডেকান গ্লাডিয়েটর্স

বিধ্বংসী রাসেলে টি-টেন চ্যাম্পিয়ন ডেকান গ্লাডিয়েটর্স

বাংলাদেশ সফর না এসে টি-টেন লিগে হাফিজ

বাংলাদেশ সফর না এসে টি-টেন লিগে হাফিজ

টি-টেন লিগে জুনায়েদ সিদ্দিকী

টি-টেন লিগে জুনায়েদ সিদ্দিকী

আবারও গেইল ঝড়, ২২ বলে ৮৪ রান

আবারও গেইল ঝড়, ২২ বলে ৮৪ রান