ক্যারিয়ারের প্রায় শুরু থেকে একাধিকবার উইকেটকিপিং নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছে বাংলাদেশী উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিমকে। দুই বছরের বেশি সময় আগে টি-টোয়েন্টি ক্রিকেটে কিপিং করা ছেড়েছেন এই অভিজ্ঞ ক্রিকেটার।
তবে নতুন টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানের অনুরোধে আসন্ন এশিয়া কাপে আবারও উইকেটের পিছনে দেখা যাবে মুশফিককে। এত সমালোচনার পরও কেন সেই মুশফিককেই কিপিং করাতে চান সাকিব!
উত্তরে সাকিব বলেন, মুশফিক উইকেটের পিছনে থাকলে তার জন্য অধিনায়কত্ব করাটা অনেক সহজ হয়ে যাবে। কারণ হিসেবে মুশফিকের ফিল্ডিং সাজানোর দক্ষতাকে টেনে এনেছেন সাকিব।
সাকিব বলেন, “তিনি উইকেটকিপিং করলে আমার লাইফটা (অধিনায়কত্ব) অনেক সহজ হয়ে যাবে। এর সবচেয়ে বড় কারণ হচ্ছে, টি-টোয়েন্টিতে সময়টা খুব কম থাকে। তো যেটা হয় যে, ফিল্ডারদের খুব সহজেই তিনি পরিবর্ত্ন করতে পারেন। আমার কাছে শোনারও দরকার হয় না। তো আমার লাইফটা অনেক সহজ হয়ে যায়।”
মুশফিক কিপিং ছাড়ার পর ৩৫টি টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ। যেখানে ২৬ ম্যাচে কিপিং করেছেন নুরুল হাসান সোহান। এছাড়া ৮টিতে লিটন কুমার দাস ও ১টিতে এনামুল হক বিজয় ছিলেন উইকেটের পিছনে।
এখান থেকে লিটন ও সোহান ইনজুরিতে ছিটকে গেছেন এশিয়া কাপ থেকে। ফলে মুশির কাছেই ফিরতে হলো সাকিবকে।
২৭ আগস্ট এশিয়া কাপে শুরু হলেও বাংলাদেশ মাঠে নামবে ৩০ আগস্ট। প্রথম ম্যাচে সাকিবের দলের প্রতিপক্ষ আফগানিস্থান। আফগানদের বিপক্ষেই তাই কিপার মুশির প্রত্যাবর্তন ঘটতে চলেছে।
‘বি’ গ্রুপে টাইগারদের বাকি প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের ম্যাচ ১ সেপ্টেম্বর।
স্পোর্টসমেইল২৪/এসকেডি