সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য এশিয়া কাপের জন্য ঘোষিত দলে পরিবর্তন আনলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইনজুরির কারণে ঘোষিত ১৭ সদস্যের দল থেকে বাদ পড়েছেন নুরুল হাসান সোহান এবং হাসান মাহমুদ। এছাড়া নতুন করে ওপেনার মোহাম্মদ নাঈম শেখকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
সোমবার (২২ আগস্ট) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বলা হয়, আরব আমিরাতে ২০২২ সালের এশিয়া কাপের জন্য বাংলাদেশ দলে জায়গা পেয়েছেন ওপেনার ব্যাটার মো. নাঈম শেখ। ২৩ বছর বয়সী এ বাঁহাতি ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ ‘এ’ দলের সাথে রয়েছেন। সেখান থেকেই সরাসরি মঙ্গলবার (২৩ আগস্ট) দুবাইয়ে দলের সাথে যোগ দেবেন।
ইনজুরির কারণে লিটন দাস ছিটকে যাওয়ায় এশিয়া কাপে ওপেনিং নিয়ে দুঃচিন্তার ছিল বাংলাদেশ। নাঈম শেখের অন্তর্ভুক্তিতে সেটা কিছুটা চিন্তামুক্ত হলেও স্কোয়াডে থাকা আরও দু’জন এশিয়া কাপে খেলতে পারছেন না। তারা হলেন- উইকেটরক্ষক ও ব্যাটার নুরুল হাসান সোহান এবং পেসার হাসান মাহমুদ।
বাস্তবিক চিন্তায় এশিয়া কাপে বাংলাদেশের জন্য ফাইনাল কঠিন
বিসিবির পক্ষ থেকে জানানো হয়, প্রাথমিকভাবে দলে রাখা হলেও হাসান মাহমুদ ও নুরুল হাসান সোহান দু’জনই চোটের কারণে এশিয়া কাপ খেলতে পারবেন না। শনিবার (২০ আগস্ট) অনুশীলনের সময় ডান পায়ের গোড়ালিতে আঘাত পান হাসান মাহমুদ। লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হওয়ায় অন্তত তিন সপ্তাহ তাকে মাঠের বাইরে থাকতে হবে।
এছাড়া দুই সপ্তাহ আগে সিঙ্গাপুরে বাম তর্জনীতে একটি অস্ত্রোপচার করিয়েছিলেন নুরুল হাসান সোহান। ব্যান্ডেজ নিয়ে মাঠে শারীরিক অনুশীলন করলেও পুরোপুরি পুনরুদ্ধারের জন্য তার আরও সময় প্রয়োজন। যার কারণে তাকেও এশিয়া কাপ থেকে বাদ দেওয়া হয়েছে।
পাপন ভাই হয়তো চাপে রাখতে চান: অধিনায়কত্ব নিয়ে সাকিব
এদিকে, বাংলাদেশ ক্রিকেট দল এশিয়া কাপ খেলতে মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেলে ঢাকা ত্যাগ করবে। বিকেল ৫টা ১৫ মিনিটে দুবাইয়ের উদ্দেশে উড়াল দেবে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন ১৬ সদস্যের বাংলাদেশ দল।
এশিয়া কাপে বাংলাদেশ দল
সাকিব আল হাসান (অধিনায়ক), এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মাহেদী হাসান, মোহাম্মদ শাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, ইবাদত আহমেদ, পারভেজ হোসেন ইমন এবং মো. নাঈম শেখ।