বাস্তবিক চিন্তায় এশিয়া কাপে বাংলাদেশের জন্য ফাইনাল কঠিন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:০৭ পিএম, ২২ আগস্ট ২০২২
বাস্তবিক চিন্তায় এশিয়া কাপে বাংলাদেশের জন্য ফাইনাল কঠিন

দিন ছয়েক পর এশিয়া কাপে মাঠে নামবে বাংলাদেশ। নতুন অধিনায়ক সাকিব আল হাসানের অধীনে বাংলাদেশ ফাইনাল খেলবে এমন আশা করছেন বোর্ড কর্তা থেকে সমর্থকরাও। তবে অধিনায়ক সাকিবের মতে আসন্ন এশিয়া কাপে ফাইনাল খেলা বাংলাদেশের জন্য যথেষ্ট কঠিন হবে। 

টি-টোয়েন্টি ফরম্যাটে হারের বৃত্তে ঘুরতে থাকা বাংলাদেশ দলের নতুন অধিনায়কের দায়িত্ব পেয়েছেন সাকিব আল হাসান। সাকিবের অধিনায়কত্বে ক্রিকেটের সংক্ষিপ্ততম এই ফরম্যাটে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

কিন্তু এদিকে অধিনায়ক সাকিব বলছেন, যদি বাস্তবিক চিন্তা করা হয় তাহলে এশিয়া কাপে ফাইনাল খেলা বাংলাদেশের জন্য কঠিন। সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ খেলতে মঙ্গলবার (২৪ আগস্ট) বিমানে উঠবে বাংলাদেশ।

এবার কাঁধে অধিনায়কত্বের গুরু দায়িত্ব নিয়েই এশিয়া কাপ খেলবেন সাকিব। তার আগে সোমবার (২২ আগস্ট) হোম অফ ক্রিকেট মিরপুরের প্রেস কনফারেন্স রুমে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয়। 

সেখানেই এশিয়া কাপে বাংলাদেশের সম্ভাবনাসহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছেন সাকিব। 

সাকিব বলেন, “আমাদের জন্য ডিফিকাল্ট (ফাইনাল খেলা), বাস্তবিক চিন্তা করি আমরা যদি এই দুইটা ম্যাচ (গ্রুপপর্বে) ভালো খেলতে পারি এবং আগের যে সিরিজগুলো খেলেছি বা শেষ এক দেড় বছর আমরা যেভাবে ক্রিকেট খেলছি সেখান থেকে যদি একটা উন্নতির ছাপ রাখতে পারি তাহলে আমার কাছে মনে হয় সেটাই একটা অর্জন হতে পারে।”

২৭ আগস্ট এশিয়া কাপে শুরু হলেও বাংলাদেশ মাঠে নামবে ৩০ আগস্ট। প্রথম ম্যাচে সাকিবের দলের প্রতিপক্ষ আফগানিস্থান। ‘বি’ গ্রুপে টাইগারদের বাকি প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের ম্যাচ ১ সেপ্টেম্বর। 

সর্বশেষ ২০১৮ সালে এশিয়া কাপেও ফাইনাল খেলেছিল বাংলাদেশ। ভারতের বিপক্ষে শেষ বলে গিয়ে হেরেছিল টাইগাররা। এছাড়া ২০১৬ সালের এশিয়া কাপেও ফাইনালে ভারতের বিপক্ষে হেরে শিরোপা খুইয়েছিল বাংলাদেশ।

সর্বপ্রথম ২০১২ সালে এশিয়া কাপে ফাইনাল খেলে বাংলাদেশ। ফাইনালে পাকিস্তানের বিপক্ষে মাত্র দুই রানে হেরে কান্নায় ভেঙে পড়েছিলেন সাকিব মুশফিকরা।

স্পোর্টসমেইল২৪/এসকেডি 



শেয়ার করুন :


আরও পড়ুন

মুশফিক কিপিং করলে ম্যাচ পরিচালনা সহজ হয়: সাকিব

মুশফিক কিপিং করলে ম্যাচ পরিচালনা সহজ হয়: সাকিব

সবার শেষে দল দিয়েও চিন্তিত শ্রীলঙ্কা

সবার শেষে দল দিয়েও চিন্তিত শ্রীলঙ্কা

এশিয়া কাপ থেকে বাদ সোহান-হাসান, দলে নাঈম শেখ

এশিয়া কাপ থেকে বাদ সোহান-হাসান, দলে নাঈম শেখ

আমরা ফাইভের ছাত্র না, যে সব শিখিয়ে দিতে হবে: সাকিব

আমরা ফাইভের ছাত্র না, যে সব শিখিয়ে দিতে হবে: সাকিব