এশিয়া কাপের আগে নিজেদের মধ্যে প্রথম প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছিল বাংলাদেশ দল। এই ম্যাচে সাকিব আল হাসান ও আফিফ হোসেনের নেতৃত্বে মাঠে নেমেছিল স্কোয়াডের সদস্যরা। এই ম্যাচ শেষে মোসাদ্দেক জানিয়েছেন সাকিবের পরিকল্পনায় টি-টোয়েন্টিতে সফল হবে বাংলাদেশ।
প্রথম প্রস্তুতি ম্যাচে সাকিব আল হাসানের নেতৃত্বে খেলেছেন মোসাদ্দেক হোসেন। ম্যাচে সাকিবের সাথে ব্যাটিং করার সুযোগও পেয়েছেন এই অলরাউন্ডার। ম্যাচ শেষে তার মতে টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক সাকিবের নেতৃত্বে এই ফরম্যাটে উন্নতি করবে বাংলাদেশ।
টি-টোয়েন্টি অধিনায়কের এই পরিবর্তন দলকে ভালো করতে উন্নতিতে সাহায্য করবেও বলে মনে করেন মোসাদ্দেক। তিনি বলেন, “সাকিব ভাই সবাইকে যে প্ল্যানটা দিয়েছে, সেই জায়গা থেকে অবশ্যই পজিটিভ মনে হচ্ছে। যদি আমরা এটার ধারাবাহিকতা ধরে রাখি তাহলে টি-টোয়েন্টি ফরম্যাটে খুবই উপকার হবে।”
এছাড়াও সাকিবের সাথে একই সময়ে ক্রিজে ছিলেন সাকিব। ওই সময় ম্যাচ পরিস্থিতি বোঝানোর চেষ্টা করেছিলেন বলেও জানান মোসাদ্দেক। বলেন, “সাকিব ভাইয়ের সাথে যখন ব্যাটিং করি, সবসময়ই অনেক বেশি হেল্প করে। সে পরিস্থিতিগুলো বোঝানোর চেষ্টা করে। এখন কি হতে পারে বা কি করলে ভালো।”
প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশি ক্রিকেটারদের দেখা গিয়েছিল ছক্কা হাঁকানোর চেষ্টা করতে। সেই চেষ্টায় কিছুটা সফলও হয়েছে বাংলাদেশ দল। সেই বিষয়টি অনায়াসেই স্বীকার করে নিয়েছেন মোসাদ্দেক হোসেন।
বলেন, “পাওয়ার হিটিং বলতে আমরা সবাই যেটা বুঝতে পারি সেটা ছয় মারার সক্ষমতা। সেটাই হয়তো সবাই করার চেষ্টা করছে। আজকের ম্যাচে সেই আবহটা ছিল। সবাই মারতে চায়, এমন মনোভাবই ছিল। সেটার প্র্যাকটিসটাই আজকে করার চেষ্টা করেছি।”
প্রথম প্রস্তুতি ম্যাচে মোসাদ্দেক হোসেন সৈকত সাকিবের লাল দলের হয়ে খেলেছিলেন। এই ম্যাচে ১৭ বলে ৩০ রান করেছিলেন তিনি। বল হাতে কোনো উইকেট না নিলেও দিয়েছিলেন ১২ রান।
স্পোর্টসমেইল২৪/পিপিআর