দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে বল টেম্পারিংয়ে জড়িয়ে সাজা পেয়ে ক্রিকেট থেকে নিষিদ্ধ ছিলেন ডেভিড ওয়ার্নার। পাশাপাশি ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) জানিয়ে দিয়েছিল, কখনই অধিনায়কত্ব করতে পারবেন না। এবার সেই নিষেধাজ্ঞা উঠিয়ে নিতে সিএ’র সাথে আলোচনা করতে চান এই ক্রিকেটার।
২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউনে বল টেম্পারিংয়ের দায়ে বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ হয়েছিলেন স্টিভেন স্মিথ, ক্যামেরন ব্যানক্রাফট ও ডেভিড ওয়ার্নার। নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে অধিনায়কত্ব করার সুযোগটা পেয়েছিলেন স্মিথ। প্রত্যাবর্তনের পর সেই সুযোগটা আসেনি ওয়ার্নারের। আসবেই বা কিভাবে? ক্রিকেট অস্ট্রেলিয়া যে তার অধিনায়কত্ব করার সুযোগটাই কেড়ে নিয়েছে।
ক্রিকেটে ফেরার তিন বছর পার হলেও এতোদিন এ নিয়ে কোনো কথা বলেননি ডেভিড ওয়ার্নার। বিগব্যাশে সিডনি থান্ডার্সে নাম লিখিয়েই এই আলোচনা নতুন করে তুলেছেন তিনি।
মূলত মৌসুম শুরুর আগেই নিয়মিত অধিনায়ক উসমান খাজাকে হারিয়েছে সিডনি থান্ডার্স। নতুন অধিনায়ক হিসেবে তাদের বিবেচনায় আছে ডেভিড ওয়ার্নারের নাম। এর আগে দরকার হবে ক্রিকেট অস্ট্রেলিয়ার অনুমতি।
এজন্য বোর্ডের সাথে আলোচনায় বসতে আগ্রহী ওয়ার্নার। বলেন, “আগেও অফ দ্য রেকর্ড অনেকবার বলেছি, আমার সঙ্গে আলোচনায় আসার, তাদের দুয়ার খুলে দেওয়ার ব্যাপারটি বোর্ডের ওপর। এরপরই আসলে এ ব্যাপারে খোলাখুলি একটা আলোচনা হতে পারে।”
নিজেও যে চান অধিনায়কত্ব করার নিষেধাজ্ঞা উঠে যাক, তা ফুটে উঠেছে ওয়ার্নারের মুখেও। বলেন, “২০১৮ সালে যখন ওই শাস্তি দেওয়া হয়েছিল, এরপর বোর্ডে পরিবর্তন এসেছে। তাদের সঙ্গে আলোচনা করে যদি বুঝতে পারি, এখন আমাদের অবস্থান আসলে কোথায়, তাহলে ব্যাপারটি ভালোই হবে।”
ওয়ার্নারের আগে দেশটির সাবেক ক্রিকেটাররাও ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রতি একই অনুরোধ রেখেছিলেন। সেবার অবশ্য সাড়া দেয়নি। এবার ওয়ার্নারের শাস্তি তুলে নিবে কি-না তা জানতে অপেক্ষা করতে হবে আরো কিছুদিন। যদিও এখনো শুরু হয়নি আনুষ্ঠানিক কোনো প্রক্রিয়া।
স্পোর্টসমেইল২৪/পিপিআর