দীর্ঘ ৯ বছর পর আবারও অস্ট্রেলিয়ার ফ্রাঞ্চাইজি লিগ বিগব্যাশে নাম লেখাচ্ছেন ডেভিড ওয়ার্নার। দুই বছরের জন্য বিগব্যাশের দল সিডনি থান্ডার্সের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন এই ক্রিকেটার।
আগামী ডিসেম্বর-জানুয়ারিতে টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফর করবে দক্ষিণ আফ্রিকা। সিডনিতে শেষ টেস্ট খেলে ফ্রাঞ্চাইজিতে যোগ দিবেন ওয়ার্নার। সেখানে সিডনি থান্ডার্সের হয়ে পাঁচটি ম্যাচ খেলবেন।
সিডনি থান্ডার্সের হয়ে আরও বেশি ম্যাচ খেলার সুযোগ পেতে পারেন ওয়ার্নার। সেক্ষেত্রে তার দলকে উঠতে হবে ফাইনালে। তা না হলে বিগব্যাশে ফেরার মৌসুমে পাঁচ ম্যাচ খেলেই সন্তুষ্ট থাকতে হবে তাকে।
সর্বশেষ ২০১৩ সালে ডিসেম্বরে সর্বশেষ বিগব্যাশে খেলেছিলেন ওয়ার্নার। এবারও সুযোগ পেতেন না। তবে দক্ষিণ আফ্রিকা দল স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলায় এই সুযোগ পেয়েছেন। তবে সিরিজ বাতিল হওয়ার সময় আরব আমিরাতের লিগে খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন ওয়ার্নার। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) অনুমতি না দেওয়ায় বিগব্যাশেই খেলবেন তিনি।
অবশ্য বিগব্যাশে খেলার জন্য নিজেদের সন্তানদের কৃতিত্ব দিয়েছেন ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার। তিনি বলেন, “আমার মেয়েরা আমাকে বলেছে যে তারা আমাকে ঘরে ও বিবিএলে খেলতে দেখতে চায়। একটি পরিবার হিসেবে বিবিএলের অংশ হতে পারা হচ্ছে দারুণ এবং এটা এমন কিছু যা তাদের সঙ্গে ভাগাভাগি করতে মুখিয়ে।”
বিশ্বের প্রায় সব ফ্রাঞ্চাইজি লিগে খেলা ওয়ার্নার এখন পর্যন্ত ৩২৮ টি-টোয়েন্টি খেলে ৩৮.২৭ গড়ে করেছেন ১০ হাজার ৮৭০ রান। ৯১ হাফ সেঞ্চুরির পাশাপাশি করেছেন ৮ সেঞ্চুরি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর