এশিয়া কাপকে সামনে রেখে নিজেদের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ দল। এরই অংশ হিসেবে রোববার (২১ আগস্ট) মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ। এই ম্যাচে খেলছেন না এশিয়া কাপ স্কোয়াডে থাকা চার ক্রিকেটার।
রোববারের এই ম্যাচে খেলছেন না এশিয়া কাপ স্কোয়াডে থাকা পাঁচ ক্রিকেটার মোস্তাফিজুর রহমান, নুরুল হাসান সোহান, সাব্বির আহমেদ, হাসান মাহমুদ খেলছেন না এই ম্যাচে। ইনজুরি, দেশের বাইরে থাকা ও বিশ্রাম জনিত কারণে তারা এই ম্যাচে থাকছেন না।
ইনজুরির কারণে এই ম্যাচে খেলতে পারছেন না উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান ও হাসান মাহমুদ। জিম্বাবুয়ে সফরে হাতের ইনজুরিতে পড়েন সোহান। অন্যদিকে হাসান মাহমুদ শনিবার (২০ আগস্ট) দলীয় অনুশীলনে ইনজুরিতে পড়েন।
এছাড়াও বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে আছেন সাব্বির হোসেন। তাই তাকে পাওয়া যাচ্ছে না এই ম্যাচে। বিশ্রামে থাকায় মোস্তাফিজুর রহমান এই ম্যাচে খেলবেন না।
এই ম্যাচে বাংলাদেশ লাল দলের অধিনায়কত্ব করছেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি অধিনায়কের দলে আছেন স্কোয়াডে থাকা বেশিরভাগ ক্রিকেটার। বিপরীতে সবুজ দলের অধিনায়কত্ব করছেন আফিফ হোসেন। তার দলে রয়েছে বেশ কিছু তরুণ ক্রিকেটার।
বাংলাদেশ লাল দল-
এনামুল হক বিজয়, পারভেজ হোসেন ইমন, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মাহেদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, আল আমিন হোসেন, রিপন মন্ডল, হাসান মুরাদ, মুশফিক, আরিফুল ইসলাম।
বাংলাদেশ সবুজ দল-
মোহাম্মদ রবিন, মেহেদি হাসান মিরাজ, তানজিদ তামিম, আফিফ হোসেন (অধিনায়ক), তৌহিদ হৃদয়, শামীম পাটোয়ারি, আকবর আলি, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, তানজিম সাকিব, আশিকুজ্জামান।
স্পোর্টসমেইল২৪/পিপিআর