সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য এশিয়া কাপের আগে বড় ধরনের দুঃসংবাদ পেল পাকিস্তান ক্রিকেট দল। ডান-হাঁটুর লিগামেন্টের ইনজুরির কারণে এশিয়া কাপের ১৫তম আসর থেকে ছিঠকে গেছেন দলের সেরা পেসার শাহিন শাহ আফ্রিদি। শুধু এশিয়া কাপেই নয়, ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও খেলতে পারবেন না তিনি।
শনিবার (২০ আগস্ট) পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান মেডিক্যাল অফিসার ডা. নাজিবুল্লাহ সুমরোর বরাত দিয়ে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বলা হয়, ইনজুরির কারণে শাহিন শাহ আফ্রিদিকে ৪ থেকে ৬ সপ্তাহ সময় মাঠের বাইরে থাকতে হবে।
গত মাসে শ্রীলঙ্কা সফরে প্রথম টেস্টে ফিল্ডিংয়ের সময় হাঁটুর ইনজুরিতে পড়েন আফ্রিদি। ফলে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে খেলতে পারেননি তিনি।
সদ্য করা স্ক্যান ও রিপোর্টের ভিত্তিতে আফ্রিদিকে ৪-৬ সপ্তাহ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছে মেডিকেল উপদেষ্টা কমিটি।
বিবৃতিতে সুমরো বলেন, ‘আফ্রিদির সাথে আমার কথা হয়েছে এবং এ খবর শুনে সে হতাশ। কিন্তু সে একজন তরুণ খেলোয়াড়। শক্তিশালী হয়ে আবারও ফিরে এসে দেশকে এবং দলকে প্রতিনিধিত্ব করবে।’
তিনি আরও বলেন, ‘পুনর্বাসনে ইতিমধ্যেই তার উন্নতি ঘটেছে। এখন এ ব্যাপারটি স্পষ্ট, সেরে উঠতে আরও সময় লাগবে এবং সম্ভবত অক্টোবরে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে পারবে সে।’
পুনর্বাসন সম্পন্ন করতে দলের সাথেই থাকবেন আফ্রিদি। এদিকে, এশিয়া কাপের জন্য আফ্রিদির বদলির নাম শীঘ্রই ঘোষণা করবে পাকিস্তান। বর্তমানে নেদারল্যান্ডস সফরে রয়েছে পাকিস্তান ক্রিকেট দল। রটারডাম থেকে এশিয়া কাপ খেলতে সোমবার দুবাই পৌঁছাবে বাবর আজমরা।
ধারণা করা হচ্ছে, এর আগেই আফ্রিদির বদলি ক্রিকেটারকে দলে যুক্ত করা হবে। এশিয়া কাপে ২৮ আগস্ট চিরপ্রতিন্দ্বন্দি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের লড়াই শুরু করবে পাকিস্তান।
স্পোর্টসমেইল২৪/আরএস