এশিয়া কাপের দল ঘোষণার শেষ দিন ছিল চলতি বছরের ৮ আগস্ট। নির্ধারিত সময়ের ১২ দিন পর দল ঘোষণা করলো স্বাগতিক শ্রীলঙ্কা ক্রিকেট। দল নিয়ে সবুজ সংকেত দিতে দেরী করছিল দেশটির ক্রীড়া মন্ত্রণালয়। অবশেষে তাদের অনুমতি পেয়েই দল ঘোষণা করলো এশিয়া কাপের আয়োজক দেশ শ্রীলঙ্কা।
এশিয়া কাপের জন্য দাশুন শানাকাকে অধিনায়ক করে ২০ সদস্যের দল দিয়েছে শ্রীলঙ্কা। দলে জায়গা পেয়েছেন টপ অর্ডার ব্যাটার ভানুকা রাজাপাকশে ও দীনেশ চান্দিমাল। এছাড়া ‘বেবি মালিঙ্গা’ খ্যাত মাথিসা পাথিরানাও সুযোগ পেয়েছেন এশিয়া কাপের দলে।
সাধারণত কোনো দ্বিপাক্ষিক সিরিজ বা টুর্নামেন্টের জন্য দলের তালিকা আগে শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রনালয়ের কাছে জমা দিতে হয়। সেখান থেকে সবুজ সংকেত পেলেই সেটা চূড়ান্ত অনুমোদন দেয় শ্রীলঙ্কা ক্রিকেট।
এবারও এশিয়া কাপের দল বেশ অনেক আগেই ক্রীড়া মন্ত্রনালয়ে পাঠানো হয়েছিল। কিন্তু দল নিয়ে সবুজ সংকেত দিতে গড়িমসি করছিল দেশটির ক্রীড়া মন্ত্রনালয়।
এশিয়া কাপে অধিনায়ক সাকিব, স্কোয়াডে মাহমুদউল্লাহ
এশিয়া কাপ প্রাথমিকভাবে শ্রীলঙ্কাতে হওয়ার কথা ছিল। কিন্তু দেশটির রাজনৈতিক অস্থিরতা ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সংকটে টুর্নামেন্টটি সংযুক্ত আরব আমিরাতে সরে যায়। তবে আয়োজক শ্রীলঙ্কাই থাকবে
শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রণালয় মনে করে, এশিয় কাপ দেশে আয়োজন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেনি শ্রীলঙ্কা ক্রিকেট। এমনকি বিরোধী দলের একজন সংসদ সদস্য প্রকাশ্যে ক্রিকেট বোর্ডের সমালোচনাও করেছেন।
অস্ট্রেলিয়া ও পাকিস্তান সিরিজ আয়োজন করলেও এশিয়া কাপ না করতে পারায় দেশের সুনাম ক্ষুন্ন হয়েছে বলে মনে করে শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রণালয়।
মূলত এসব কারণেই শ্রীলঙ্কা ক্রিকেট দেওয়া দল নিয়ে সবুজ সংকেত দিতে দেরী করছিল দেশটির ক্রীড়া মন্ত্রনালয়। অবশেষে বরফ গলেছে এশিয়া কাপের জন্য দলকে অনুমোদন দিয়েছে তারা। শ্রীলঙ্কা দলের দুবাই যাওয়ার অনুমতিও মিলেছে একই সাথে।
কয়েক মিনিটেই শেষ এশিয়া কাপে পাক-ভারত মহারণের টিকিট
শ্রীলঙ্কার এশিয়া কাপের স্কোয়াডঃ
দাশুন শানাকা (অধিনায়ক), ধানুশকা গুনাথিলাকা, পাথুন নিশাঙ্কা, কুশল মেন্ডিস, চারিথ আসালাঙ্কা, ভানুকা রাজাপাকশা, অ্যাশেন বান্দ্রা, ধনঞ্জয়া ডি সিলভা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকসানা, জেফারি ভ্যানিডারসি, প্রবীন জয়াবিক্রমা, দুশমান্তা চামিরা, বিনুরা ফার্নান্দো, চামিকা করুনারত্নে, দিলশান মাদুশকানা, মাথিসা পাথিরানা, দীনেশ চান্দিমাল, নুয়াইনদু ফার্নান্দো, কাসুন রাজিথা।
স্পোর্টসমেইল২৪/এসকেডি