সংযুক্ত আরব আমিরাতের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন চুনদাঙ্গাপোয়িল রিজওয়ান। এশিয়া কাপের বাছাইপর্ব শুরুর একদিন আগে (বৃহস্পতিবার) আহমেদ রাজাকে অধিনায়কের পদ থেকে সরিয়ে দিয়েছে আরব আমিরাত ক্রিকেট বোর্ড (এসিবি)।
টি-টোয়েন্টির দায়িত্ব পেয়েছেন সংক্ষিপ্ত ফরম্যাটে মাত্র ৭টি ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকা রিজওয়ান। ব্যাট হাতে প্রায় ১৭ গড়ে ও ১০১ স্ট্রাইক রেটে মাত্র ১০০ রান করেছেন তিনি। এমনকি, আরব আমিরাতের সর্বশেষ ১০টি টি-টোয়েন্টি ম্যাচেও খেলেননি রিজওয়ান।
২০২১ সালের অক্টোবরে টি-টোয়েন্টিতে সর্বশেষ ম্যাচ খেলেছিলেন তিনি। শনিবার (২০ আগস্ট) থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপের বাছাইপর্ব দিয়ে অধিনায়কের দায়িত্ব শুরু করবেন মিডল-অর্ডার ব্যাটার রিজওয়ান।
বাছাইপর্বে হংকং, সিঙ্গাপুর ও কুয়েতের বিপক্ষে খেলবে আরব আমিরাত। ২১ আগস্ট কুয়েতের বিপক্ষে বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচ খেলবে আরব আমিরাত।
এদিকে, টি-টোয়েন্টির অধিনায়কত্ব হারালেও ওয়ানডের দায়িত্ব রয়েছেন বাঁ-হাতি স্পিনার রাজা। টি-টোয়েন্টিতে আরব আমিরাতের সবচেয়ে সফল অধিনায়ক রাজা। তার অধীনে ২৭ ম্যাচের মধ্যে ১৮টিতে জয় এবং মাত্র ৯টিতে হেরেছে আরব আমিরাত।
রাজার নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতাও অর্জন করেছে আরব আমিরাত। গত ফেব্রুয়ারিতে আল আমেরাতে বাছাইপর্ব ‘এ’তে চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপে খেলা নিশ্চিত করে আরব আমিরাত।
স্পোর্টসমেইল২৪/আরএস