পাকিস্তানে ঘরোয়া টি-টোয়েন্টি লিগ চলাকালীন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে বসবে ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট সিপিএল। সেখানে বার্বাডোজ রয়্যালসের হয়ে খেলার কথা ছিল আজম খানের। তবে ঘরোয়া লিগের সাথে সাংঘর্ষিক হওয়ায় সেখানে খেলতে যেতে পারবেন না আজম খান। বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মিডিয়া ম্যানেজার সামি বার্নি।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) সর্বশেষ আসরে খুব একটা সাফল্য পাননি। তবুও বার্বাডোজ রয়্যালস তাকে ধরে রেখেছিল। মূলত টি-টোয়েন্টিতে আগ্রাসী ব্যাটিং করতে পারার কারণেই দলটি তাকে নিজেদের ডেরায় রেখেছিল।
তবুও তাকে খেলতে যাওয়ার জন্য অনাপত্তিপত্র দেয়নি পিসিবি। বরং, ঘরোয়া টি-টোয়েন্টি লিগ ন্যাশন্যাল টি-টোয়েন্টি লিগে খেলার পরামর্শ দিয়েছে। বিষয়টি নিশ্চিত করেন বোর্ডের মিডিয়া ম্যানেজার সামি বার্নি।
তিনি বলেন, “দুই টুর্নামেন্টের সূচি অনেকটাই সাংঘর্ষিক। বোর্ডের চাওয়া, জাতীয় দলে জায়গা পেতে মরিয়া ক্রিকেটাররা ঘরোয়া লিগে খেলুক।”
একই কারণে সিপিএলে খেলা সুযোগ পাচ্ছেন না সর্বশেষ যুব বিশ্বকাপে পাকিস্তানকে নেতৃত্ব দেওয়া কাসিম আকরাম। তাকে দলে নিয়েছিল সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস।
আজম খান ও কাসিম আকরামরা খেলার সুযোগ না পেলেও দল থেকে বাদ পড়া মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিম ঠিকই সিপিএলে খেলবেন। তাদেরকে ছাড়পত্র দিয়েছে পিসিবি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর