২০২৩ সালের জানুয়ারিতে একই সময়ে অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকা ও সংযুক্ত আরব আমিরাতের নতুন দুই ফ্রাঞ্চাইজি লিগ। টুর্নামেন্ট দুইটির দল চূড়ান্ত হওয়ার পাশাপাশি ক্রিকেটারদের নামও হয়েছে চূড়ান্ত। দুই টুর্নামেন্টেই চুক্তিবদ্ধ হয়েছেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলি। বিষয়টি নিয়ে তৈরি হয়েছে নানা ধরনের আলোচনা ও সমালোচনা।
১৫ আগস্ট এক বিবৃতিতে দক্ষিণ আফ্রিকার লিগে দল জোহানেসবার্গ সুপার কিংস তাদের ক্রিকেটার তালিকা প্রকাশ করে। সেখানে তারা জানায় চার লাখ মার্কিন ডলারের বিনিময়ে ক্লাবটির সাথে চুক্তিবদ্ধ হয়েছেন মঈন আলি। উল্লেখ্য যে, একই ফ্রাঞ্চাইজির আইপিএল দল চেন্নাই সুপার কিংসের হয়েও খেলেন এই ক্রিকেটার।
জোহানেসবার্গের সাথে চুক্তিবদ্ধ হওয়ার তিনদিন পর সংযুক্ত আরব আমিরাতের ফ্রাঞ্চাইজি লিগের দল শারজাহ ওয়ারিয়র্সে নাম লিখিয়েছেন মঈন আলি। এই দলটির সাথে কি পরিমান অর্থের বিনিময়ে চুক্তিবদ্ধ হয়েছেন তা এখনো জানা যায়নি।
বিষয়টি নিয়ে বেশ হতবাক হয়েছে জোহানেসবার্গ কর্তৃপক্ষ। দলটি প্রধান নির্বাহী কর্মকর্তা কাশী বিশ্বনাথ বলেন, “আমরা মাত্র বিষয়টি জেনেছি। আমরা তদন্ত করবো। তবে দক্ষিণ আফ্রিকার লিগে খেললে সে অবশ্যই সংযুক্ত আরব আমিরাতে খেলতে পারবেন না।”
এদিকে সংবাদমাধ্যমকে সংযুক্ত আরব আমিরাত ফ্রাঞ্চাইজি লিগ কর্তৃপক্ষ জানিয়েছে, “মঈন আলি আইএলটি-২০ তে খেলতে রাজি হয়েছেন। আর এই সময়ে তিনি দক্ষিণ আফ্রিকার লিগে খেলতে পারবেন না।”
মঈন আলির বিষয়ে এখনো কোনো কথা বলেনি শারজাহ ওয়ারিয়র্সের কেউ। স্কোয়াড ঘোষণার পর দলটির কোচ আর শ্রীধর সব ক্রিকেটারের বিষয়ে কথা বললেও মঈন আলিকে নিয়ে কিছু বলেননি। মঈন আলিকে নিয়ে বড় ধরনের ঝামেলা তৈরি হতে পারে, এমনটাই ধারণা ভারতীয় সংবাদমাধ্যমগুলোর।
স্পোর্টসমেইল২৪/পিপিআর