এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। দীর্ঘ দুই বছর পর আবারও স্কোয়াডে ডাক পেয়েছেন অলরাউন্ডার সামিউল্লাহ শেনওয়ারি। টুর্নামেন্টে দলকে নেতৃত্ব দিবেন অধিনায়ক মোহাম্মদ নবী। তার সহকারি হিসেবে দায়িত্ব পালন করবেন নাজিবুল্লাহ জাদরান।
মঙ্গলবার (১৬ আগস্ট) এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা করে এসিবি। এই দলের স্পিন আক্রমণে নেতৃত্ব দিবেন রশিদ খান। এছাড়াও স্পিন আক্রমণে থাকবেন মুজিব উর রহমান।
২০২০ সালের মার্চে সর্বশেষ আফগানিস্তানের জার্সিতে খেলেছিলেন সামিউল্লাহ শিনওয়ারি। দীর্ঘ আড়াই বছর পর বিরতির পর তাকে আবারও দেখা যাবে আফগানিস্তানের জার্সিতে। ঘরোয়া টুর্নামেন্ট শাপাজিগা ক্রিকেট লিগের দারুণ পারফর্মেন্সই তাকে জাতীয় দলে ফিরিয়েছে।
একই টুর্নামেন্টে দারুণ পারফর্ম করে দলে জায়গা পেয়েছেন ইব্রাহিম জাদরান ও হাশমতউল্লাহ শাহিদী। একই কারণে বাঁহাতি স্পিনার নুর আহমেদকে আয়ারল্যান্ড সফরের দলে রেখেছে তারা।
ইনজুরির কারণে আয়ারল্যান্ড সফরের দল থেকে বাদ পড়া ফজল হক ফারুকি ও মুজিব উর রহমানকে এই টুর্নামেন্টের দলে রেখেছে আফগানিস্তান।
চলতি বছরের ৩০ আগস্ট আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ যাত্রা শুরু করবে বাংলাদেশ। এশিয়া কাপের গ্রুপ ‘বি’-তে বাংলাদেশের অন্য প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলঙ্কা।
আফগানিস্তান স্কোয়াড
মোহাম্মদ নবী (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান (সহ-অধিনায়ক), আফসার জাজাই (উইকেটরক্ষক), আজমতউল্লাহ উমরজাই, ফরিদ আহমেদ মালিক, ফজল হক ফারুকি, হাশমতউল্লাহ শাহিদী, হজরতউল্লাহ জাজাই, ইব্রাহিম জাদরান, করিম জানাত, মুজিব উর রহমান, নাজিবুল্লাহ জাদরান, নাভিন উল হক, নুর আহমেদ, রহমানউল্লাহ গুরবাজ, রশিদ খান, সামিউল্লাহ শিনওয়ারি।
স্ট্যান্ড বাই
নিজাত মাসুদ, কাইস আহমেদ, শরাফউদ্দিন আশরাফ
স্পোর্টসমেইল২৪/পিপিআর