নারিন-রাসেলও চলে গেলেন আরব আমিরাত লিগে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:২৬ পিএম, ১৬ আগস্ট ২০২২
নারিন-রাসেলও চলে গেলেন আরব আমিরাত লিগে

২০২৩ সালের জানুয়ারিতে মাঠে গড়াবে আরব আমিরাতের নতুন ফ্রাঞ্চাইজি লিগ। বাংলাদেশ প্রিমিয়ার লিগও (বিপিএল) শুরু হবে একই সময়ে। বিপিএলকে বাদ দিয়ে আরব আমিরাতের ফ্রাঞ্চাইজি লিগকে বেছে নিয়েছেন আন্দ্রে রাসেল ও সুনীল নারিনের মতো তারকা ক্রিকেটাররা। তারা দুইজনই খেলবেন আইপিএল ফ্রাঞ্চাইজি কলকাতার কেনা আবুধাবি দলে।

মঙ্গলবার (১৬ আগস্ট) দলে ভেড়ানোর ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে আইপিএল ফ্রাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের মালিকাধীন দল আবুধাবি নাইট রাইডার্স। কলকাতার মতো এই দলের মালিকানাতেও রয়েছেন বলিউড তারকা শাহরুখ খান।

আইপিএলের মতো আরব আমিরাতের লিগেও নাইট রাইডার্সের হয়ে খেলবেন সুনীল নারিন ও আন্দ্রে রাসেল। এছাড়াও তাদের সাথে যুক্ত হবেন জনি বেয়ারস্টো। দলে কলিন ইনগ্রামের অন্তর্ভূক্তি সবচেয়ে বেশি বিস্ময় তৈরি করেছে।

আরব আমিরাতের ফ্রাঞ্চাইজি লিগ চলাকালীন দক্ষিণ আফ্রিকাতেও চলবে টি-টোয়েন্টি টুর্নামেন্ট। সেখানেও বিনিয়োগ করেছে আইপিএলের ফ্রাঞ্চাইজিগুলো। তবুও নিজ দেশের টি-টোয়েন্টি লিগ বাদ দিয়ে আরব আমিরাতে খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

আরব আমিরাতের লিগে দলগুলো ১৮জন ক্রিকেটারকে দলে ভেড়ানোর সুযোগ পাচ্ছে। এর মধ্যে ১৪জন বিদেশি ক্রিকেটার দলে ভেড়াতে পারবে তারা। স্থানীয় চারজন ক্রিকেটারকে দলে ভেড়াতে হবে।

আর একাদশের ক্ষেত্রে এই সংখ্যাটা যথাক্রমে ৯ ও ২। অর্থাৎ, আরব আমিরাতে লিগে দেশটির স্থানীয় ক্রিকেটার নয় বরং থাকবে বিদেশি ক্রিকেটারদের আধিক্য।

আবুধাবি নাইট রাইডার্স স্কোয়াড
সুনীল নারিন, আন্দ্রে রাসেল, জনি বেয়ারস্টো, পল স্টার্লিং, লাহিরু কুমারা, চারিথ আশালাঙ্কা, কলিন ইনগ্রাম, আকিল হোসেন, সেকুগে প্রসন্ন, রবি রামপাল, রেইমন রেইফার, কেনার লুইস, আলি খান, ব্রেন্ডন গ্লোভার।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

বিপিএলের সময় আরব আমিরাত লিগে খেলবেন রাসেল-মঈন- হাসারাঙ্গা

বিপিএলের সময় আরব আমিরাত লিগে খেলবেন রাসেল-মঈন- হাসারাঙ্গা

আরব আমিরাতের ফ্রাঞ্চাইজি লিগে সর্বোচ্চ পারিশ্রমিক সাড়ে ৪ লাখ ডলার

আরব আমিরাতের ফ্রাঞ্চাইজি লিগে সর্বোচ্চ পারিশ্রমিক সাড়ে ৪ লাখ ডলার

ফ্রাঞ্চাইজি লিগের দল গালফ টাইটান্সের কোচ অ্যান্ডি ফ্লাওয়ার

ফ্রাঞ্চাইজি লিগের দল গালফ টাইটান্সের কোচ অ্যান্ডি ফ্লাওয়ার

৬ জানুয়ারি মাঠে গড়াবে ‘ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি’

৬ জানুয়ারি মাঠে গড়াবে ‘ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি’