মারা গেলেন বিসিসিআইয়ের সাবেক সেক্রেটারি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:১৪ পিএম, ১৬ আগস্ট ২০২২
মারা গেলেন বিসিসিআইয়ের সাবেক সেক্রেটারি

ছবি: ক্রিকইনফো

বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সাবেক সেক্রেটারি অমিতাভ চৌধুরি হার্ট-এট্যাকে মারা গেছেন। মঙ্গলবার (১৬ আগস্ট) সকালে ভারতের রঞ্চি রাজ্যে শেষে নিঃশ্বাস ত্যাগ করেন ৬২ বছর বয়সী এই প্রবীন ক্রিকেট সংগঠক। 

২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত সুপ্রিম কোর্টের যে প্রশাসক কমিটি বিসিসিআই’য়ের দায়িত্বে ছিল, সেই কমিটির ভারপ্রাপ্ত সচিব ছিলেন অমিতাভ। এছাড়া বিসিসিআইয়ের সভাপতি অনুরাগ ঠাকুরের অধীনে ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত যুগ্ন সচিবের দায়িত্বও পালন করেছেন তিনি। 

অমিতাভ একজন সাবেক আইপিএস অফিসার ছিলেন। এমনকি ঝাড়খন্ডের পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। চলতি বছরের জুলাই মাসে নির্দিষ্ট দুই বছর শেষে দায়িত্ব থেকে অবসরে যান। 

২০০৪ সালে ক্রিকেট সংগঠক হিসেবে আত্মপকাশ করেন তিনি। ঝাড়খান্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে এক দশকের বেশি দায়িত্ব পালন করেছেন অমিতাভ।

২০০৫ সালে তিনি প্রথমবার ভারতীয় ক্রিকেট বোর্ডের কোনো দায়িত্ব পান অমিতাভ। জিম্বাবুয়ে সফরে তাকে দলের ম্যানেজার করে পাঠিয়েছিল বিসিসিআই। 

এরপর থেকে ভারতের পূর্ব অঞ্চল থেকে বিসিসিআইয়ের বিভিন্ন সভায় গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে ওঠেন অমিতাভ। 

তিনি ঝাড়খন্ডের সভাপতি থাকাকালীন সেখানে আন্তর্জাতিক মানের অত্যাধুনিক স্টেডিয়াম তৈরি হয়েছিল। ২০১৩ সালে জানুয়ারিতে ভারত ও ইংল্যান্ডের মধ্যকার ওয়ানডে ম্যাচ দিয়ে ওই মাঠের অভিষেক হয়। 

স্পোর্টসমেইল২৪/এসকেডি 



শেয়ার করুন :


আরও পড়ুন

সূর্যকুমারের মধ্যে এবিডি ভিলিয়ার্সের সামর্থ্য দেখছেন পন্টিং

সূর্যকুমারের মধ্যে এবিডি ভিলিয়ার্সের সামর্থ্য দেখছেন পন্টিং

ইতিহাস গড়ে রাষ্ট্রীয় সম্মাননা পেলেন বাবর আজম

ইতিহাস গড়ে রাষ্ট্রীয় সম্মাননা পেলেন বাবর আজম

বাংলাদেশের পর ভারতের বিপক্ষেও সিরিজ জিততে চায় জিম্বাবুয়ে

বাংলাদেশের পর ভারতের বিপক্ষেও সিরিজ জিততে চায় জিম্বাবুয়ে

‘দলে পাওয়ার হিটার নাই, এটা একটা এক্সকিউজ’

‘দলে পাওয়ার হিটার নাই, এটা একটা এক্সকিউজ’