পূর্বাচলে শেখ হাসিনা স্টেডিয়ামে থাকবে বঙ্গবন্ধুর ম্যুরাল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৩৪ পিএম, ১৫ আগস্ট ২০২২
পূর্বাচলে শেখ হাসিনা স্টেডিয়ামে থাকবে বঙ্গবন্ধুর ম্যুরাল

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের পাঁচ নম্বর গেট দিয়ে প্রবেশ করলে মুক্তিযুদ্ধের একটি ম্যুরাল চোখে পড়ে। এ ছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান কার্যালয়ের কোনো অংশেই মুক্তিযুদ্ধ কিংবা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোনো স্মৃতি চিহ্নের দেখা মেলে না। বিসিবির উদ্যোগে মিরপুরে আর সেই রকম কোনো ম্যুরাল বসবে না, বরং পূর্বাচলে তৈরি হতে যাওয়া শেখ হাসিনা স্টেডিয়ামে তা করার পরিকল্পনা করছে।

সোমবার (১৫ আগস্ট) হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে বিষয়টি জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি জানিয়েছেন, মিরপুরে বিসিবির কার্যালয়ে নয়, পূর্বাচলে হতে যাওয়া নতুন স্টেডিয়ামে বসবে বঙ্গবন্ধুর ম্যুরাল।

বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের নেতৃত্বে ছিলেন শেখ মুজিবুর রহমান ও তার দল আওয়ামী লীগ। সেই দলের রাজনীতিবিদ হিসেবেই বাংলাদেশের জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তবুও মিরপুর স্টেডিয়ামজুড়ে অনুপস্থিত বঙ্গবন্ধুর ম্যুরাল।

তবে সেই হাহাকার যে পূর্বাচলে কেটে যাবে তা নিজেই নিশ্চিত করেছেন তিনি। বলেন, “আসলে আমাদের লক্ষ্য এখন চলে গেছে নতুন পূর্বাচলের নতুন স্টেডিয়ামে। আমরা সবকিছু ওটা নিয়ে কাজ করছি। অবশ্যই ওখানে আমাদের এইখানে এই রকম (বঙ্গবন্ধুর ম্যুরাল বসানোর) একটা পরিকল্পনা থাকবে।”

এছাড়াও ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘটে যাওয়া বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার বিষয়টিকে ইতিহাসের নৃশংসতম হত্যাকাণ্ড হিসেবে আখ্যায়িত করেন নাজমুল হাসান পাপন। বলেন, “১৫ আগস্টের সাথে কোনোটার তুলনার প্রশ্নই আসে না। ১৫ আগস্টের এটা পৃথিবীর জঘন্যতম হত্যাকাণ্ড। নৃশংসতার দিক দিয়ে বলেন আর বর্বরতার দিক দিয়ে বলেন, ছোট রাসেল থেকে শুরু করে যারা নাকি অন্তস্বত্তা মহিলা কাউকে তারা বাদ দেয় নি। এই রকম নৃশংস জঘন্যতম হত্যাকাণ্ড আমার মনে হয় পৃথিবীতে নাই।”

বিষয়গুলো দেশের মানুষজন বুঝতে পারছে জেনে নাজমুল বলেন, “আমি আশা করি, মানুষ এখন বুঝতে শিখেছে, বাংলাদেশের মানুষ এখন বোকা না। এইটার প্রতিবাদ তারা এখন অবশ্যই করবে। বিশেষ করে নতুন প্রজন্ম।”

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

তিন বছর পর জাতীয় ফিরে সাব্বিরের শুকরিয়া আদায়

তিন বছর পর জাতীয় ফিরে সাব্বিরের শুকরিয়া আদায়

‘অনেকদিন পর দলে ফিরেছি, সবাই আপন করে নিয়েছে’

‘অনেকদিন পর দলে ফিরেছি, সবাই আপন করে নিয়েছে’

সাকিবের পারিবারিক খরচ মেটাতে তিন লাখ টাকা দিতে চান ব্যারিস্টার সুমন

সাকিবের পারিবারিক খরচ মেটাতে তিন লাখ টাকা দিতে চান ব্যারিস্টার সুমন

বিসিবির কঠোর অবস্থানের পর চুক্তি বাতিলে সাকিবের সম্মতি

বিসিবির কঠোর অবস্থানের পর চুক্তি বাতিলে সাকিবের সম্মতি