বিশ্বের সবচেয়ে বড় স্পোর্টস ইভেন্ট অলিম্পিক। আসরটিতে ক্রিকেটের অন্তর্ভূক্তি নিয়ে বেশ কয়েক বছর ধরেই কাজ করছে আইসিসি। তাদের প্রচেষ্টাতে ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকে হয়তো জায়গা করে নিতে পারে ক্রিকেট। আইসিসির সেই প্রচেষ্টা ব্যর্থ হলে ২০৩২ অলিম্পিকে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করতে চায় ক্রিকেট অস্ট্রেলিয়া।
চলতি বছরই জানা যাবে, লস অ্যাঞ্জেলস অলিম্পিকে ক্রিকেট আসর বসবে কি-না। সেপ্টেম্বরে ইন্টারন্যাশন্যাল অলিম্পিক কমিটির (আইওসি) কাছে এই বিষয়ে প্রেজেন্টেশন দিবে আইসিসি।
২০২৮ অলিম্পিকে নতুন অন্তর্ভূক্ত হওয়া খেলাগুলো সংক্ষিপ্ত তালিকায় রয়েছে ক্রিকেটসহ আটটি খেলা। শেষ পর্যন্ত ক্রিকেটকে অন্তর্ভূক্ত করা হবে কি-না তা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।
লস অ্যাঞ্জেলসে সম্ভব না হলে ২০৩২ লস অ্যাঞ্জেলস অলিম্পিকে ক্রিকেট ইভেন্ট আয়োজনে বদ্ধ পরিকর ক্রিকেট অস্ট্রেলিয়া। এই বিষয়ে আয়োজক কমিটির এক সদস্য বলেন, “অস্ট্রেলিয়ান গ্রীষ্মের অবিচ্ছেদ্দ একটি অংশ। সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে কিভাবে ক্রিকেট পরিবর্তিত হচ্ছে। খেলাটা অলিম্পিকে থাকা উচিত। আমাদের এখানে ক্রিকেট রাখার সর্বাত্মক চেষ্টা করা হবে।”
১৯০০ সালে প্যারিস অলিম্পিকে আয়োজিত হয়েছিল প্রথম ও শেষবারের মতো ক্রিকেট ইভেন্ট আয়োজিত হয়েছিল। ওই আসরে এই টুর্নামেন্টে অংশ নিয়েছিল গ্রেট বৃটেন, ফ্রান্স ও নেদারল্যান্ডস।
২০২২ বার্মিংহামে দেখা মিলেছে ক্রিকেট ইভেন্টের। অবশ্য এই আসরে নারী ক্রিকেটাররা খেলার সুযোগ পেয়েছিলেন। ভবিষ্যত আসরগুলোতে হয়তোবার দেখা মিলবে পুরুষ ক্রিকেটেরও।
স্পোর্টসমেইল২৪/পিপিআর