দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা পুরুষ ক্রিকেটার হয়েছেন স্পিনার কেশভ মহারাজ। নারী ক্রিকেটারদের মধ্যে এই স্বীকৃতি পেয়েছেন পেসার আয়াবঙ্গা খাকা। রোববার (১৪ আগস্ট) স্থানীয় সময় বিকালে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড এক বর্ণিল আয়োজনে এসব অ্যাওয়ার্ড বিজয়ীর নাম ঘোষণা করে।
২০২১-২২ মৌসুমে ক্রিকেটারদের পারফর্মেন্সের উপর ভিত্তি করেই এসব স্বীকৃতি দেওয়া হয়েছে। এছাড়া ক্রিকেটারদের ভোটেও সবার সেরা হয়েছেন মহারাজ ও খাকা।
শেষ এক বছরে তিন ফরম্যাটেই দুর্দান্ত পারফর্ম করেছেন মহারাজ। অ্যাওয়ার্ডের জন্য বিবেচিত সময়ের মধ্যে তিন ফরম্যাট মিলিয়ে ৭১ উইকেট শিকার করেছেন তিনি।
পুরুষ বিভাগে বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হয়েছেন পেসার কাগিসো রাবাদা। দক্ষিণ আফ্রিকার বোলিং আক্রমণের অন্যতম প্রধান এই অস্ত্রের সবশেষ ৮ টেস্টে তার শিকার ৪৩ উইকেট।
ইনজুরিতে শেষ অলিভিয়েরের ইংল্যান্ড সফর
ওয়ানডেতে বর্ষসেরা ক্রিকেটারের স্বীকৃতি পেয়েছেন জানেমান মালান। দুই সেঞ্চুরি ও দুই ফিফটিতে এই সংস্করণে বিবেচিত সময়ে পঞ্চাশের উপরে গড় রয়েছে তার।
এইডেন মারক্রাম হয়েছেন টি-টোয়েন্টির বর্ষসেরা। অ্যাওয়ার্ডের জন্য বিবেচিত সময়ের মধ্যে ৩৯১ রান করেছেন তিনি। ব্যাট করেছেন প্রায় দেড়শো স্ট্রাইক রেটে।
SA MEN'S PLAYER OF THE YEAR????
— Cricket South Africa (@OfficialCSA) August 14, 2022
It's a season that saw him claim a Test hat-trick, two 7-wicket hauls and play an integral part of the #Proteas success.
The prestigious award goes to none other than KESHAV MAHARAJ ‼️#CSAawards2022 pic.twitter.com/x6gSbWbIwS
নারী বিভাগে বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার হয়েছেন লরা উলভার্ট। সদ্য অবসরে নেওয়া লিজেল লি হয়েছেন টি-টোয়েন্টির সেরা ।
সমর্থকদের ভোটে দক্ষিণ আফ্রিকার সেরা ক্রিকেটার হয়েছেন বাঁহাতি ব্যাটার ডেভিড মিলার। বাংলাদেশের বিপক্ষে টেস্টে নাজমুল হোসাইন শান্তকে দুর্দান্ত এক ডেলিভারিতে আউট করেছিলেন স্পিনার সাইমন হারমার। সমর্থকদের ভোটে ওই বলটিই বছরের সেরা ডেলিভারি নির্বাচিত হয়েছে।
বর্ষসেরা তরুণ ক্রিকেটারের স্বীকৃতি পেয়েছেন ডানহাতি ব্যাটার ডেওয়াল্ড ব্রেভিস। আন্তর্জাতিক ক্রিকেটে সেরা উদীয়মান ক্রিকেটার হয়েছেন পেসার মার্কো জনসেন।
স্পোর্টসমেইল২৪/এসকেডি