মালদ্বীপ জাতীয় নারী ক্রিকেট দলের হেড কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের সাবেক নারী ক্রিকেটার ফাতেমা তুজ জোহরা। তাকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট বোর্ড অব মালদ্বীপ।
২০১১ সাল থেকে নারী ক্রিকেটের উন্নয়নে কাজ করা ফাতেমা বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির লেভেল-২ আম্পায়ারিং কোর্স করেছেন। এছাড়াও করেছেন সিএ কোর্স।
জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করা ফাতেমা তুজ জোহরা বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) নারী ক্রিকেটারদের কোচ হিসেবে কাজ করেছিলেন। দেশের গণ্ডি পেরিয়ে এবার আন্তর্জাতিক পরিমণ্ডলেও কাজ করবেন তিনি।
কোচ হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি নারীদের ক্রিকেটে অন ফিল্ড আম্পায়ার হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন ফাতেমা তুজ জোহরা। ২০১৫ সালে নারীদের প্রথম বিভাগ ক্রিকেটে আম্পায়ার হিসেবে অভিষেক হয় তার।
Welcoming Ms Fatema Tuz Jahara, our new women's coach.
— Maldives Cricket (@maldivescricket) August 14, 2022
She is a former Bangladesh national team player & certified CA & ICC level 2 coach. She has been involved in women's cricket development since 2011. #Towards2030
ހިތާއި ރޫހުން ކުޅޭށެ ކްރިކެޓް@AhmedMahloof @ICC @ACCMedia1 pic.twitter.com/g4WY2NGApH
সদ্যই আন্তর্জাতিক ক্রিকেটে পা দেওয়া মালদ্বীপের মেয়েরা এখন পর্যন্ত মাত্র তিনটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। তাও কি-না ২০১৯ সালে। ওই তিন ম্যাচের একটিতেও জিততে পারেনি দলটি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর