জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ভারতে প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন দেশটির সাবেক ব্যাটার ভিভিএস লক্ষণ। ইতিমধ্যে দলের সাথে জিম্বাবুয়ে পৌঁছেছেন তিনি। সেখানে পৌঁছানোর ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছে ভারতীয় ক্রিকেট দল।
চলতি আগস্টের শেষের দিকে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। ওই টুর্নামেন্টকে সামনে রেখে ভারতের নিয়মিত প্রধান কোচ রাহুল দ্রাবিড়কে বিশ্রাম দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
বিসিসিআইর সচিব জয় শাহ জানিয়েছেন, এশিয়া কাপকে বেশি গুরুত্ব দেওয়ার কারণে জিম্বাবুয়ে সফরে ভারপ্রাপ্ত কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন লক্ষণ।
এশিয়া কাপকে সামনে রেখে শুধু দ্রাবির এক নন, কোচিং প্যানেলের সবাইকে বিশ্রাম দিয়েছে বিসিসিআই। ফলে জিম্বাবুয়ে সিরিজে নেই ব্যাটিং কোচ বিক্রম রাঠোর এবং বোলিং কোচ পরশ মামব্রে। তাদের জায়গায় ব্যাটিং কোচের দায়িত্ব পালন করবেন হৃষিকেশ কানিতকার এবং বোলিং কোচ সাইরাজ বাহুতুলে।
এর আগে গত জুনে আয়ারল্যান্ড সফরে কোচের দায়িত্ব পালন করেছেন লক্ষ্মণ। এবার আবারও জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পেলেন তিনি।
এদিকে, শুধুমাত্র কোচিং প্যানেল নয়, এশিয়া কাপের জন্য জিম্বাবুয়ে সিরিজে ভারতের সিনিয়র ক্রিকেটারদেরও বিশ্রাম দিয়েছে বিসিসিআই। দলে নেই নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা-বিরাট কোহলি-ঋসভ পান্থদের মতো ক্রিকেটাররা।
স্পোর্টসমেইল২৪/আরএস