শূন্য রানে আউট হয়ে রাজস্থান মালিকের চড় খেয়েছিলেন টেইলর

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:০৩ পিএম, ১৪ আগস্ট ২০২২
শূন্য রানে আউট হয়ে রাজস্থান মালিকের চড় খেয়েছিলেন টেইলর

দিন কয়েক আগেই নিজের আত্মজীবনী প্রকাশ করেছেন নিউজিল্যান্ডের কিংবদন্তি ব্যাটার রস টেইলর। ‘রস টেইলর: ব্ল্যাক অ্যান্ড হোয়াইট’ নামের এই বইয়ে ক্যারিয়ারের বিভিন্ন বিষয় তুলে ধরেছেন ক্রিকেটার। সেখানেই জানা গেছে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কিংস ইলেভেন পাঞ্জাব (বর্তমান পাঞ্জাব কিংস) বিপক্ষে শূন্য রানে আউট হওয়ায় তাকে চড় মেরেছিলেন রাজস্থান রয়্যালসের মালিক!

২০১১ সালে আইপিএলের চতুর্থ আসরে মোহালিতে কিংস ইলেভেন পাঞ্জাবের (বর্তমান পাঞ্জাব কিংস) বিপক্ষে ১৯৫ রানে লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শূন্য রানে ফিরে আসেন রস টেইলর। ড্রেসিং রুমে ফেরার পর রাজস্থানের এক মালিক কিউই ক্রিকেটারের গালে চড় মেরে বসেন। 

তিন-চারটি চড় মেরে তিনি বলেন, “রস ডাক (শূন্য) মেরে ফিরে আসার জন্য আমরা তোমাকে মিলিয়ন ডলার দেই না।” বিষয়টি নিয়ে একটু দ্বিধান্বিত ছিলেন রস টেইলর।

এর কারণও উল্লেখ করেছেন এই ক্রিকেটার। বলেন, “চড় মারার পর লোকটি হাসছিল। বুঝতে পারছিলাম না, এটা অভিনয় ছিল কি-না। সেই সময় বিষয়টি বড় করে দেখতে চাইনি, তাই আর কথা বাড়াইনি। এমন পেশাদার পরিবেশে এই রকম কিছু ঘটবে তা আমার বিশ্বাস ছিল না।”

আরও পড়ুন- নিউজিল্যান্ড ক্রিকেটে বর্ণবাদের অভিযোগ রস টেইলরের

২০১১ সালে রাজস্থানে যোগ দেওয়া রস টেইলর আগের তিন মৌসুমে ছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুতে। এছাড়াও পরে দিল্লি ডেয়ারডেভিলস ও পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়ার হয়ে খেলেছিলেন তিনি। রাজস্থানে তার আইপিএল ক্যারিয়ারের স্থায়ীত্ব ছিল মাত্র এক মৌসুম।

রাজস্থানে যোগ দেওয়ার আগে ব্যাঙ্গালুরুর কাছ থেকে বড় প্রস্তাব পেয়েছিলেন টেইলর। তবুও দল ছেড়েছিলেন। ব্যাঙ্গালুরু না ছাড়লে মাহেলা জয়াবর্ধনে, বীরেন্দ্র শেবাগ, যুবরাজ সিং কিংবা শেন ওয়ার্নের সাথে খেলা হতো না বলেও জানিয়েছেন তিনি।

নিজের বায়োগ্রাফি ‘রস টেইলর: ব্ল্যাক অ্যান্ড হোয়াইট’-এ আইপিএলের ঘটনার পাশাপাশি নিজের জীবনের বিভিন্ন ঘটনা তুলে ধরেছেন। এর মধ্যে উঠে এসেছে নিউজিল্যান্ড ক্রিকেটে বর্ণবাদের অভিযোগও।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

আইপিএলে ইতিহাসের প্রথমবারের মতো ‘স্বেচ্ছায় আউট’

আইপিএলে ইতিহাসের প্রথমবারের মতো ‘স্বেচ্ছায় আউট’

আইপিএলে নিজের ভীতিকর অভিজ্ঞতা জানালেন চাহাল

আইপিএলে নিজের ভীতিকর অভিজ্ঞতা জানালেন চাহাল

৭ বছরেই শেষ আজীবন নিষেধাজ্ঞা!

৭ বছরেই শেষ আজীবন নিষেধাজ্ঞা!

১০ বছর আগের আইপিএলের পূর্ণ পারিশ্রমিক বুঝে পাননি হগ

১০ বছর আগের আইপিএলের পূর্ণ পারিশ্রমিক বুঝে পাননি হগ