নানা নাটকীয়তার পর ১৭ সদস্যের এশিয়া কাপের দল দিলো বাংলাদেশ। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় এক রুদ্ধদার বৈঠক শেষে সাকিব আল হাসানের নেতৃত্বে দল ঘোষণা করেন নির্বাচকরা। এশিয়া কাপের ঘোষিত দল দিয়ে তিন বছর পর আবারও জাতীয় দলে ফিরেছেন সাব্বির রহমান।
শনিবার (১৩ আগস্ট) দল ঘোষণার আগে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস, পরিচালক খালেদ মাহমুদ সুজন, প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এবং নির্বাচক হাবিবুল বাশার সুমন বৈঠকে বসেছিলেন। বোর্ড কর্মকর্তাদের এ বৈঠকে উপস্থিত ছিলেন সাকিব আল হাসান।
বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসে এশিয়া কাপের দল ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। এ সময় দীর্ঘদিন পর সাব্বিরকে জাতীয় দলে ফেরানোর ব্যাখ্যাও দেন তিনি।
সাব্বির প্রসঙ্গে নান্নু বলেন, “সাব্বির অভিজ্ঞ ক্রিকেটার। টি-টোয়েন্টিতে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে ওর খেলার অভিজ্ঞতা থেকেই দলে নেওয়া হয়েছে। টিম ম্যানেজমেন্টের সবার সঙ্গে র্ঘআলোচনা করেই সাব্বিরের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি।”
দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা সাব্বির রহমান নিজেকে খুব একটা প্রমাণ করে দলে ফিরছেন তা নয়। এ বিষয়ে প্রধান নির্বাচক বলেন, “কিছু কিছু জায়গায় কিছু খেলোয়াড়কে এভাবে চিন্তা করতে হয়। আন্তর্জাতিক অভিজ্ঞতা দেখতে হয়। যেহেতু এবার আমাদের ইনজুরি সংখ্যা বেশি, এ জন্য একজন বাড়তি মিডলঅর্ডার ব্যাটসম্যান দরকার।”
তিনি আরও বলেন, “সাব্বিরকে ‘এ’ দলের হয়ে উইন্ডিজে পাঠিয়েছি, সেখানে খেলে সে আন্তর্জাতিক আবহ আরেকটু পাবে। সেটা সে জাতীয় দলে কাজে লাগাতে পারবে। সাব্বির ডিপিএলে খুব একটা খারাপ খেলেনি। এরপর তো সে নার্সিংয়ে আছে বাংলাদেশ টাইগার্সে, ‘এ’ দলে। এ অভিজ্ঞতা তার জন্য বিরাট পাওয়া। এগুলো কাজে লাগিয়ে সে জাতীয় দলে অবশ্যই ভালো করবে।”
সাব্বির জাতীয় দলের হয়ে সর্বশেষ খেলেছেন ২০১৯ সালের সেপ্টেম্বরে চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে। টি-টোয়েন্টি ফরম্যাটের ওই ম্যাচে ২ বলে ১ রান করেছিলেন তিনি। এরপর আর তাকে জাতীয় দলে ডাকা হয়নি।
এদিকে, দীর্ঘদিন পর জাতীয় দলে ডাক পাওয়ার পর শুকরিয়া আদায় করেছেন সাব্বির রহমান। ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে নিজেরহাস্যোজ্জ্বল একটি ছবি শেয়ার করে লিখেছেন, “আলহামদুলিল্লাহ।”
স্পোর্টসমেইল২৪/আরএস