দ্বিতীয় দিন যেখানে শেষ করেছিলেন, তৃতীয় দিন সেখান থেকেই যেন শুরু করেছেন বাংলাদেশ ‘এ’ দলের ব্যাটার সাইফ হাসান। হাফসেঞ্চুরিকে পরিণত করেছেন সেঞ্চুরিতে। সাইফের দুর্দান্ত সেঞ্চুরিতে তৃতীয় দিন শেষে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে ২৫৭ রানে এগিয়ে বাংলাদেশ।
সেন্ট লুসিয়ার ড্যারেন সামি স্টেডিয়ামে আগের দিনের ৫ উইকেটে ১৫৭ রান নিয়ে তৃতীয় দিন ব্যাটিংয়ে নামে বাংলাদেশ ‘এ’ দল। দিনের শুরুতেই স্বাগতিক বোলারদের বিপক্ষে বেশ সতর্কতার সঙ্গে ব্যাটিং করছেন সাইফ ও জাকের। রান করার চেয়ে উইকেটে মাটি কামড়ে পড়ে থাকাটাকেই জোড় দিচ্ছিলেন তারা।
তবে সময়ের সাথে খোলস ছেড়ে বেড়িয়েছেন। বাজে বলকে পাঠিয়েছেন বাউন্ডারির বাইরে। আগের দিনের মতো এদিনও দারুণ সাবলীল ব্যাটিং করেছেন সাইফ। দারুণ সব শটে ২৮০ বলে তুলে নিয়েছেন সেঞ্চুরি। স্বাগতিক পেসার গ্রিভস জাস্টিনের বলে লং অন দিয়ে ছক্কা মেরে তিন অঙ্কের ঘরে পৌছান তিনি।
৮ ঘণ্টা ১৪ মিনিটের ইনিংসে ১৩টি চার ও ৪ ছক্কা মেরেছেন সাইফ। ১৪৬ রানের ইনিংসে ৭৬ রান এসেছে বাউন্ডারি থেকে ।
‘অনেকদিন পর দলে ফিরেছি, সবাই আপন করে নিয়েছে’
সাইফকে বেশ ভালো সঙ্গ দিচ্ছিলেন উইকেটরক্ষক জাকের আলি। কিন্তু আচমকাই ব্যক্তিগত ৩৩ রানে আউট হয়ে ফেরেন তিনি।এরপর উইকেটে এসে দ্রুতই বিদায় নেন নাঈম হাসান এবং মৃত্যুঞ্জয় চৌধুরি।
শেষদিকে তানভীর হায়দারকে নিয়ে আবারও জুটি গড়ার চেষ্টা করেন সাইফ। এবার সাইফ নিজে আউট হলে ভাঙে তাদের ২৮ রানের জুটি। দেড়শো থেকে মাত্র চার রানের দুরত্বে স্বাগতিক বোলার ইয়ানিক কারিয়াহর ওভারে আউট হয়ে ফেরেন তিনি।
লিজেন্ডস লিগে মাশরাফিদের দলনেতা মরগান
সাইফ আউট হওয়ার পর আর দেরী করেনি বাংলাদেশ, ৯ উইকেটে ৩০০ রান তুলে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে।
বোলিং করতে নেমে শুরুতেই বাংলাদেশকে জোড়া সাফল্য এনে দেন পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী । তৃতীয় দিনের শেষবেলায় ওয়েস্ট ইন্ডিজের দুই ব্যাটারকে ফিরিয়ে ম্যাচের চালকের আসনে বসেছে বাংলাদেশ। শেষপর্যন্ত ২ উইকেটে ৪৩ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছে স্বাগতিকরা। উইকেটে আছেন ত্যাগনারায়ণ চন্দরপল (২১*) ও জশুয়া দা সিলভা (১২*)।
স্পোর্টসমেইল২৪/এসকেডি