নয় বছর পর জিম্বাবুয়ের কাছে ওয়ানডে সিরিজ হেরেছে বাংলাদেশ দল। সিরিজের প্রথম দুই ম্যাচে বাংলাদেশের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে জিম্বাবুয়ে। প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও জিম্বাবুইয়ানদের দারুণ পারফর্মেন্সে কিছুটা নার্ভাস হয়ে পড়েছিল বাংলাদেশ। বিষয়টা স্বীকার করেছেন ব্যাটার এনামুল হক বিজয়।
জিম্বাবুয়ে সফর শেষে শুক্রবার (১২ জুলাই) দেশে ফিরেছে বাংলাদেশ দল। দেশে ফিরে বিমানবন্দরে দলে সংবাদমাধ্যমের মুখোমুখি হন এনামুল হক বিজয়। সেখানেই তিনি এই সহজ স্বীকারোক্তি করেন।
জানান, প্রথম ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে হেরে হতাশ হয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচেও জিম্বাবুয়ে একইভাবে ব্যাটিং করায় মাঠেই নার্ভাস হয়ে পড়েছিল তামিম বাহিনী।
বলেন, “ফার্স্ট ম্যাচটা হারার পর অবশ্যই আমরা আসলেই সারপ্রাইজড হয়েছি। যে এক্সপেকটেশন ছিল, জিম্বাবুয়ের মাটিতে যতটুকু পারফর্ম করবো। সেই এক্সপেকটেশন আমরা করতে পারি নাই।”
আরও বলেন, “সেকেন্ড ম্যাচটাতে ওরা যখন সেম ওয়েতে আগাচ্ছিল, আমরা কিছুটা নার্ভাস ছিলাম। আমার মনে হয় যে, এটা একটা সিরিজ ছিল, যেটাতে আমরা শতভাগ দিয়ে ভালো করতে পারি নাই।”
প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ খোয়ানো বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছিল তৃতীয় ওয়ানডেতে। ওই ম্যাচে বাংলাদেশ ভালো ক্রিকেট খেলেছে বলেও মনে করেন তিনি।
বলেন, “জিম্বাবুয়ে জিম্বাবুয়ের মতো খেলে নাই। বাংলাদেশ ক্রিকেটের দিন, বাংলাদেশ ভালো খেলছে।”
জিম্বাবুয়েতে বাংলাদেশের হারের কারণ কী? এই প্রশ্নের উত্তরে বিজয় বলেন, “জিম্বাবুয়ের মাঠে আসলে জিম্বাবুয়ের বিপক্ষে জেতাটা ইজি ছিল না। ওরা ভালো ক্রিকেট খেলেছে। আমাদের অবশ্যই কিছু ল্যাকিংস ছিল। আর ওরা ভালো ক্রিকেট খেলেছে, আসলে আমরা দুইটা মিলেই হেরে গেছি।”
স্পোর্টসমেইল২৪/পিপিআর