নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট । সর্বশেষ ভারত ও বাংলাদেশের বিপক্ষে দলে থাকা রভম্যান পাওয়েল বাদ পড়েছেন দল থেকে। এছাড়া পেস বোলার রোমারিও শেফার্ডও থাকছেন না নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে।
সর্বশেষ ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বল হাতে যথেষ্ট ব্যয়বহুল ছিলেন শেফার্ড। ডেথ ওভারে তার বোলিং নিয়েও খুব একটা সন্তষ্ট নয় ওয়েস্ট ইন্ডিজ টিম ম্যানেজমেন্ট।
প্রায় ১০ মাস পর ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দলে ফিরেছেন বাঁহাতি ব্যাটার শেমরন হেটমায়ার। এ সময়ে ফিটনেস ইস্যুতেই বেশিরভাগ সময় দল থেকে বাদ পড়েছেন তিনি। দলের নতুন মুখ গায়ানার অফস্পিন অলরাউন্ডার কেভিন সিনক্লেয়ার।
দীর্ঘ সময় ধরে জাতীয় দলের রাডারে ছিলেন কেভিন। বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে সিরিজের দলেও আছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ছয়টি টি-টোয়েন্টি খেললেও এখনও ওয়ানডে অভিষেক হয়নি তার।
বিসিবির কঠোর অবস্থানের পর চুক্তি বাতিলে সাকিবের সম্মতি
আঙ্গুলের ইনজুরিতে ভারতের বিপক্ষে ছিলেন বাঁহাতি স্পিনার গোরকেশ মতি। দলে নাম থাকলেও ফিটনেস পরীক্ষায় পাস করতে পারলে তবেই মাঠে নামবেন তিনি।
তার জায়গায় ভারত সিরিজে খেলা হেইডেন ওয়ালশ জুনিয়র বাদ পড়েছেন নিউজিল্যান্ডের বিপক্ষে দল থেকে। এছাড়া স্পিন অলরাউন্ডার রস্টন চেজ ইনজুরির কারণে দলে নেই। অন্যদিকে ব্যক্তিগত কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে ফ্যাভিয়েন এ্যালেনকে পাচ্ছে না ওয়েস্ট ইন্ডিজ।
West Indies will be seeking to win the CG United ODI Series to secure one of the automatic qualification places reserved for the top 7 teams in the ODI Super League.
— Windies Cricket (@windiescricket) August 11, 2022
Squad Details⬇️ https://t.co/F9aScbo9zW
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ওয়েস্ট ইন্ডিজ দল:
নিকোলাস পুরান (অধিনায়ক), শাই হোপ (সহ-অধিনায়ক), শামারাহ ব্রুকস, কেসি কার্টি, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, আকিল হোসাইন, আলজারি জোসেফ, ব্রেন্ডন কিং, কাইল মায়ার্স, গুরকেশ মুর্তি, কিমো পল, জেইডেন সিলস ও কেভিন সিনক্লেয়ার।
স্পোর্টসমেইল২৪/এসকেডি