ক্রিকেট অস্ট্রেলিয়া থেকে পদত্যাগের ঘোষণা জোনসের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:১২ এএম, ১২ আগস্ট ২০২২
ক্রিকেট অস্ট্রেলিয়া থেকে পদত্যাগের ঘোষণা জোনসের

অন্যান্য কাজের প্রতিশ্রুতি ও সেগুলোতে সময় দেওয়ার জন্য ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন মিল জোনস। চলতি বছরের অক্টোবরে ক্রিকেট অস্ট্রেলিয়ার পরবর্তী সাধারণ সভায় পদত্যাগ করবেন তিনি।  

২০১৯ সাল থেকে ক্রিকেটে অস্ট্রেলিয়ার একজন পরিচালকের দায়িত্ব পালন করেছেন সাবেক এই অজি নারী ক্রিকেটার। এছাড়া তিনি স্ক্যাই স্পোর্টসের হয়ে দেশে ও বিদেশে বিভিন্ন ম্যাচে ধারাভাষ্যও দেন। 

এছাড়া তিনি একজন উকিলও বটে। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ান রাজ্য সরকারের হয়ে খেলাধুলায় নারীদের অংশগ্রহণ ও নেত্বতৃ নিয়েও কাজ করে থাকেন জোনস। ফলে তাকে দেশ ও বিদেশে এসব কাজ নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকতে হয়।

সে কারণেই আসন্ন বছরে দেশ ও বিদেশে এসব কাজের জন্য দেওয়ার প্রতিশ্রুতি পূরণ করার ক্রিকেট অস্ট্রেলিয়ারতে সময় দেওয়া তার জন কঠিন হবে বলে মনে করেন জোনস। এমনকি ২০২৩ সালের বেশিরভাগ সময়েই দেশের বাইরে থাকতে হবে। এসব কারণেই ক্রিকেট অস্ট্রেলিয়ার পরিচালকের দায়িত্ব আর পালন করতে চান না তিনি।

শ্রীলঙ্কা সফরে প্রাপ্ত অর্থ পুরস্কার লঙ্কান শিশুদের দিলো অস্ট্রেলিয়া

জোনস বলেন, “তিন বছর সিএ’র জন্য কাজ করতে পারাটা সম্মানের ছুইল। কিন্তু ভবিষ্যেত অন্যান্য কাজে আমার দেওয়া প্রতিশ্রুতি, নির্দিষ্ট করে বললে বছরের বেশিরভাগ সময়েই আমি বিদেশ থাকবো।  ফলে এই বছরের পর আমার সতীর্থ বোর্ড পরিচালকের যথেষ্ট সমর্থন ও সময় দিতে পারবো না।”

তবে ক্রিকেট ছাড়ছেন না জোনস। সেজন্য উচ্ছ্বাসও প্রকাশ করেছেন তিনি। বলেন, "আমি অবশ্যই আনন্দিত, আমার ধারাভাষ্য, খেলাধুলা এবং ব্যবসায়িক স্বার্থ এবং ক্রিকেট সম্পর্কের বিস্তৃত পরিসরের মাধ্যমে ক্রিকেটের সাথে আমার দীর্ঘস্থায়ী সংযোগ অব্যাহত রাখতে পেরে।"

১৯৯৮ সালে অস্ট্রেলিয়ার জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় জোনসের। ক্যারিয়ারে অস্ট্রেলিয়ার হয়ে পাঁচটি টেস্ট ও ৬১টি ওয়ানডে খেলেছেন তিনি। ওয়ানডেতে সাবেক এই অজি নারী ব্যাটারের সংগ্রহ ১০২৮ রান। যেখানে রয়েছে চারটি হাফসেঞ্চুরিও। 

স্পোর্টসমেইল২৪/এসকেডি 



শেয়ার করুন :


আরও পড়ুন

ক্রিকেট থেকে ‘অনির্দিষ্ট’ বিরতিতে অস্ট্রেলিয়া অধিনায়ক ল্যানিং

ক্রিকেট থেকে ‘অনির্দিষ্ট’ বিরতিতে অস্ট্রেলিয়া অধিনায়ক ল্যানিং

ধারাভাষ্যের নতুন চ্যালেঞ্জ নিচ্ছেন সাবেক অজি কোচ ল্যাঙ্গার 

ধারাভাষ্যের নতুন চ্যালেঞ্জ নিচ্ছেন সাবেক অজি কোচ ল্যাঙ্গার 

টি-টোয়েন্টি বিশ্বকাপে ফাইনাল খেলবে ভারত-অস্ট্রেলিয়া: পন্টিং

টি-টোয়েন্টি বিশ্বকাপে ফাইনাল খেলবে ভারত-অস্ট্রেলিয়া: পন্টিং

ক্রিকেট অস্ট্রেলিয়ার সাত বছরের সম্প্রচার স্বত্ব ২৫০ মিলিয়ন ডলার

ক্রিকেট অস্ট্রেলিয়ার সাত বছরের সম্প্রচার স্বত্ব ২৫০ মিলিয়ন ডলার