বাবা শচীন টেন্ডুলকার নিজের জাত চিনিয়েছিলেন মুম্বাই রঞ্জি দলের হয়ে। বাবার পথ ধরে নিজেও বয়সভিত্তিক দল ও পেশাদার ক্যারিয়ারের শুরুতে মুম্বাইকেই বেছে নিয়েছিলেন অর্জুন টেন্ডুলকার। রঞ্জি দলের স্কোয়াডে থাকলেও সুযোগ না পাওয়ায় দল বদলের সিদ্ধান্ত নিয়েছেন। মুম্বাই ছেড়ে অর্জুনের নতুন ঠিকানা গোয়া।
অর্জুনের দল পরিবর্তের বিষয়টি নিশ্চিত করেছে গোয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার (১১ আগস্ট) এক বিবৃতিতে জানায়, এই বাঁহাতি পেসার ২০২২-২৩ মৌসুমে গোয়ার হয়ে খেলবেন।
দল পরিবর্তনের কারণ হিসেবে শচীন টেন্ডুলকার বলেন, “মাঠে পর্যাপ্ত সময় পাওয়াটা অর্জুনের জন্য গুরুত্বপূর্ণ। যত বেশি প্রতিদ্বন্দ্বীতামূলক ম্যাচ খেলবে উন্নতির সম্ভাবনা তত বাড়বে। ক্যারিয়ারের নতুন একটা পর্যায় শুরু করতে যাচ্ছে সে।”
নিজ দলে শচীনপুত্রকে পেয়ে বেশ খুশি গোয়া টিম ম্যানেজমেন্টও। গোয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন সভাপতি সুরাজ লতিলকর বলেন, “আমাদের একজন বাঁহাতি পেসার দরকার ছিল। অর্জুন আগ্রহ প্রকাশ করেছে, তাই তাকে দলে নেওয়া হয়েছে। ভালো করলে সে অবশ্যই দলে থাকবে।”
সর্বশেষ ২০২১-২২ মৌসুমে মুম্বাইয়ের স্কোয়াডে ছিলেন অর্জুন টেন্ডুলকার। অজিঙ্কা রাহানে, পৃথ্বি শ, সূর্যকুমার যাদবদের মতো তারকাদের ভিড়ে একাদশে জায়গা করে নিতে পারায় খেলতে পারেননি কোনো ম্যাচ। এমনকি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ান্স তাকে কিনলেও খেলায়নি কোনো ম্যাচ।
চলতি বছরের ৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে ভারতীয় ঘরোয়া ক্রিকেটের নতুন মৌসুম। মোস্তাক আলি ট্রফি দিয়ে শুরু হওয়া ঘরোয়া মৌসুমে নতুন দলের হয়ে মাঠে নামার সুযোগ পাবেন অর্জুন, এমনটাই আশা করছেন। ইতিমধ্যেই গোয়া দলের হয়ে অনুশীলনও শুরু করেছেন তিনি।
অর্জুনের দল পরিবর্তন তার ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন মুম্বাইয়ের প্রধান নির্বাচক সলিল আঙ্কোলা। বলেন, “গতবার তাকে স্কোয়াডে রাখলেও খেলানো হয়নি। সে দারুণ প্রতিভাবান, আশা করি গোয়ার হয়ে দারুণ খেলবে। নিজেকে প্রমাণের জন্য তার ম্যাচ খেলা দরকার।”
স্পোর্টসমেইল২৪/পিপিআর