দক্ষিণ আফ্রিকার লিগে মুম্বাইয়ের দলে রশিদ-রাবাদাসহ পাঁচ তারকা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:০৮ পিএম, ১১ আগস্ট ২০২২
দক্ষিণ আফ্রিকার লিগে মুম্বাইয়ের দলে রশিদ-রাবাদাসহ পাঁচ তারকা

২০২৩ সালের শুরুতে দক্ষিণ আফ্রিকায় শুরু হবে নতুন ফ্রাঞ্চাইজি লিগ। এই টুর্নামেন্টে কেপটাউন ফ্রাঞ্চাইজির মালিকানা নিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল মুম্বাই ইন্ডিয়ান্স। টুর্নামেন্ট শুরুর চার মাসের বেশি সময় বাকি থাকলেও ইতিমধ্যেই শীর্ষ ক্রিকেটারদের দলে ভিড়িয়েছে দলটি।

কিছুদিন আগেই টি-টোয়েন্টি লিগের জন্য ফ্রাঞ্চাইজি বিক্রি করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। সেখানে কেপটাউন ফ্রাঞ্চাইজির মালিকানা নিজেদের করে নিয়েছে আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ান্স।

ফ্রাঞ্চাইজি গুছিয়ে নিয়েই দল গোছানোর কাজ শুরু করেছে এমআই কেপটাউন। দলে ভিড়িয়েছে রশিদ খান, লিয়াম লিভিংস্টোন, স্যাম কারান, কাগিসো রাবাদা ও ডেওয়াল্ড ব্রেভিসকে।

দক্ষিণ আফ্রিকার ফ্রাঞ্চাইজি লিগের নিয়ম অনুযায়ী দলগুলো ক্রিকেটার নিলামের আগে সরাসরি পাঁচজন ক্রিকেটার দলে ভেড়ানোর সুযোগ পাচ্ছে। সেই সুযোগ নিয়েই এই পাঁচ তারকাকে নিজেদের দলে নিয়েছে এমআই কেপটাউন।

এই দল ছাড়া অন্য কোনো দল এখনও তাদের প্রি সাইনিংয়ের কোনো ঘোষণা দেয়নি। তবে লিগটিতে ইয়ান মরগান, মঈন আলি, জেসন রয় ও স্যাম কারানসহ ১১ ইংলিশ ক্রিকেটারের খেলা নিশ্চিত হয়েছে। এছাড়াও শ্রীলঙ্কা থেকে ১০ ক্রিকেটার নাম লিখিয়েছেন এই টুর্নামেন্টে।

দক্ষিণ আফ্রিকার ফ্রাঞ্চাইজি লিগের দলগুলো ১৭জন ক্রিকেটারকে দলে ভেড়ানোর সুযোগ পাচ্ছে। দিন কয়েকের মধ্যেই অনুষ্ঠিত হবে এই লিগের ক্রিকেটার নিলাম।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

সড়ক দুর্ঘটনায় মারা গেলেন আলোচিত আম্পায়ার কোয়েরজেন

সড়ক দুর্ঘটনায় মারা গেলেন আলোচিত আম্পায়ার কোয়েরজেন

সফট সিগন্যালের নিয়ম উঠিয়ে দেওয়া আহ্বান স্টোকসের

সফট সিগন্যালের নিয়ম উঠিয়ে দেওয়া আহ্বান স্টোকসের

দক্ষিণ আফ্রিকায় ফ্রাঞ্চাইজি লিগের ৬ দলের মালিকানায় ভারতীয়রা!

দক্ষিণ আফ্রিকায় ফ্রাঞ্চাইজি লিগের ৬ দলের মালিকানায় ভারতীয়রা!

টেস্ট ক্রিকেট ইংল্যান্ডের দেখানো পথেই এগোচ্ছে:বাউচার

টেস্ট ক্রিকেট ইংল্যান্ডের দেখানো পথেই এগোচ্ছে:বাউচার