শ্রীলঙ্কায় এখন মহাসংকট, চারদিকে শুধু অভাব। দেশজুড়ে টানা অনেকদিন ধরেই চলেছে সহিংস আন্দোলন। কয়েকদিন আগেই শ্রীলঙ্কার মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলে এসেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। খুব কাছ থেকে শ্রীলঙ্কার দুর্দশা দেখে এসেছেন প্যাট কামিন্স-ডেভিড ওয়ার্নাররা।
এমনকি গল টেস্টের গ্যালারিতেও লঙ্কানদের আন্দোলনের কিছু অংশ দেখা গিয়েছিল। তাই একেবারে সরাসরি নিজের চোখেই দেখেছেন অজি ক্রিকেটাররা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও লঙ্কানদের ভয়াবহ অর্থনৈতিক সংকটের বিষয়ে পোস্টও দিয়েছে একাধিক অস্ট্রেলিয়ান ক্রিকেটার।
সিরিজ শেষে দেশে ফেরার পর এবার শ্রীলঙ্কান শিশুদের জন্য বড়সড় একটা কাজই করেছেন তারা। লঙ্কা সফরে প্রাপ্ত ৩০ হাজার ডলার দেশটির শিশুদের জন্য দেওয়ার ঘোষণা দিয়েছেন তারা। জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফের মাধ্যমে এই অর্থ দান করছেন তারা।
দেশটিতে থাকা অবস্থায় খাবার, জ্বালানী তেল, বিদ্যুতের জন্য মানুষের হাহাকার দেখে এসেছেন কামিন্সরা। সেখান থেকেই চরম দুর্দশার মধ্যে থাকা লঙ্কান জনগণের প্রতি সহমর্মিতা থেকে অজি ক্রিকেটাররা এই সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
Moved by the scenes they saw in Sri Lanka during their mid-year tour, Australia's cricketers have donated their prizemoney from the visit to the @UNICEF_SriLanka
— cricket.com.au (@cricketcomau) August 11, 2022
appeal https://t.co/3udRLjpNz0
শ্রীলঙ্কা সফর চলাকালীন টিম হোটেলের কর্মচারীদের মুখে তাদের অর্থনৈতিক দুর্দশার কথা শুনেছেন অজি ক্রিকেটাররা। ক্রিকেট অস্ট্রেলিয়ার এক ভিডিও বার্তায় শ্রীলঙ্কায় নিজেদের অভিজ্ঞতার কথা বলছিলেন কামিন্স।
অজি টেস্ট অধিনায়ক বলেন, “হোটেলের কয়েকজন কর্মচারীর সঙ্গে কথা হয়েছে। কী কষ্টটাই না করছে তারা। বাচ্চাদের মুখে খাবার তুলে দিতে তারা এক দিন অন্তর না খেয়ে থাকছে! মাঝেমধ্যে মনে হয়, আমরা কত সৌভাগ্যবান।”
অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের অর্থ সাহায্য করার ঘটনা এই প্রথম নয়। এর আগে ২০২১ সালে করোনা প্রাদুর্ভাবের সময় ভারতে অক্সিজেন সিলিন্ডারের জন্য ৫০,০০০ ডলার সাহায্য করেছিলেন অজি ক্রিকেটাররা।
স্পোর্টসমেইল২৪/এসকেডি