বিসিবির কঠোর অবস্থানের পর চুক্তি বাতিলে সাকিবের সম্মতি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:১৬ পিএম, ১১ আগস্ট ২০২২
বিসিবির কঠোর অবস্থানের পর চুক্তি বাতিলে সাকিবের সম্মতি

ভারতীয় বেটিং কোম্পানি বেটউইনার নিউজের সাথে করা চুক্তি থেকে সরে আসবেন বলে মৌখিকভাবে সম্মত হয়েছেন সাকিব আল হাসান। বিষয়টি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কঠোর অবস্থানের পর সাকিব এ সিদ্ধান্ত নিলেন।

বিসিবির বরাত দিয়ে দেশের ইংরেজি সংবাদ মাধ্যম দ্য ডেইলি স্টারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়, চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়ে শীর্ষ বোর্ড কর্তাদের সঙ্গে যোগাযোগ করেছেন সাকিব। চুক্তি থেকে সরে আসতে লিখিতভাবে যা যা করা দরকার তাও করবেন বলে বোর্ডকে জানিয়ে দিয়েছেন তিনি।

বিষয়টি নিয়ে বোর্ড কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে হলে বিস্তারিত জানতে একটু ধৈর্য ধরতে বলা হয়।

এর আগে দুপুরে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সাংবাদিকের জানান, সাকিব যদি ওই কোম্পানির সাথে চুক্তি বাতিল না করে তাহলে তাকে ছাড়াই এশিয়া কাপে দল দেওয়া হবে। শুধু তাই নয়, সাকিবের সাথে বিসিবি সকল প্রকার সম্পর্ক ছিন্ন করবে বলেও হুশিয়ারি দেওয়া হয়।

এছাড়া বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বরাত দিয়ে জানানো হয়, এ বিষয়ে বিসিবির কাছে চিঠি দিয়েছেন সাকিব।

বিসিবি সভাপতি সাকিবের চিঠি পাওয়ার কথা নিশ্চিত করে বলেছেন, ’হ্যাঁ, আমরা সাকিবের চিঠি পেয়েছি। চিঠিতে ও বেটউইনারের সঙ্গে চুক্তি থেকে সরে আসার কথা বলেছে।’

এছাড়াও সাকিবের চুক্তি বাতিলের এই সিদ্ধান্তের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি জানান, বিসিবির কাছে চিঠি দিয়ে সিদ্ধান্ত থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন সাকিব আল হাসান।

বিসিবির কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ক্রিকেটার হিসেবে কোনো প্রতিষ্ঠানের পণ্যদূত হিসেবে কাজ করতে হলে ক্রিকেটারদের অনুমতি নেওয়ার প্রয়োজন পড়ে। তবে বেটউইনারের সাথে চুক্তি করতে সেই অনুমতি নেননি সাকিব আল হাসান।

দেশের প্রচলিত আইনে জুয়ার সাথে সংশ্লিষ্ট থাকা নিষেধ। তাই বিসিবি সাকিবের এই বিষয়টি ভালোভাবে নেয়নি। বাস্তবতা ও দেশের আইন মেনে তাই সাকিবকে পিছিয়ে আসতে হলো।

স্পোর্টসমেইল২৪/আরএস/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

বেটিং কোম্পানির চুক্তি বিচ্ছিন্ন না করলে সাকিবকে নিষিদ্ধ করবে বিসিবি

বেটিং কোম্পানির চুক্তি বিচ্ছিন্ন না করলে সাকিবকে নিষিদ্ধ করবে বিসিবি

ওয়েস্ট ইন্ডিজে চলছে সাইফের ‘নিঃসঙ্গ’ লড়াই

ওয়েস্ট ইন্ডিজে চলছে সাইফের ‘নিঃসঙ্গ’ লড়াই

এশিয়া কাপে নেই লিটন, রাব্বি-সোহান ফিফটি ফিফটি

এশিয়া কাপে নেই লিটন, রাব্বি-সোহান ফিফটি ফিফটি

আফিফের মধ্যে এমন গুন আছে, যা অন্যদের নেই: তামিম

আফিফের মধ্যে এমন গুন আছে, যা অন্যদের নেই: তামিম