বেটিং কোম্পানির অঙ্গ প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ হয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নিয়ম ভঙ্গ করেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। চুক্তি থেকে সরে না আসলে জাতীয় দলে তার জায়গা বন্ধ হতে পারে এমন আভাস দিয়ে রেখেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। জাতীয় দলে নিষিদ্ধ হলে ঠিক কি কতদিনের জন্য নিষিদ্ধ হবে তা জানেন না বিসিবি বস নাজমুল হাসান পাপন।
বৃহস্পতিবার (১১ আগস্ট) পরিচালকদের সাথে বৈঠকে বসেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সেই বৈঠক শেষে সংবাদমাধ্যমের সাথে কথা বলার সময় বিষয়টি জানান নাজমুল হাসান পাপন। বলেন, “এটা তো আমি জানি না।”
বাংলাদেশের আইনে সবধরনের বেটিং অর্থাৎ জুয়া নিষিদ্ধ। শুধু বাংলাদেশ নয় বিসিবি ও আইসিসির আইনেও বেটিং নিষিদ্ধ করা হয়েছে। তাই চুক্তি থেকে সরে না আসলে সাকিবকে নিষিদ্ধ করার পথেই হাঁটতে হবে বিসিবিকে।
সাকিবকে নিষিদ্ধ করার প্রশ্ন এখনই আসছে না। বেটউইনারের সাথে চুক্তি করায় তাকে দেওয়া কারণ দর্শানোর নোটিশের অপেক্ষায় রয়েছে বিসিবি।
এই বিষয়ে নাজমুল হাসান পাপন বলেন, “যতক্ষণ পর্যন্ত হাতে কাগজ না পাবো লিখিত (কারণ দর্শানোর নোটিশের উত্তর)… ওইখানে সন্তোষজনক কিছু না পেলে তাকে দলে নেওয়ার প্রশ্নই উঠে না।”
অর্থাৎ, সাকিবের উত্তর বিসিবির কাছে সন্তোষজনক না হলে তবেই তাকে নিষিদ্ধ করার পথে হাঁটবে। তবে ঠিক কতদিনের জন্য আবার সাকিবকে মাঠের বাইরে যেতে হবে তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। সাকিব নিষিদ্ধ হচ্ছেন কি-না তা জানতে অবশ্য আরও একদিন অপেক্ষা করতে হবে সবাইকে।
স্পোর্টসমেইল২৪/পিপিআর