এশিয়া কাপ নয়, সাব্বিরের মনোযোগ ‘এ’ দলে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:০৯ পিএম, ১০ আগস্ট ২০২২
এশিয়া কাপ নয়, সাব্বিরের মনোযোগ ‘এ’ দলে

ইনজুরিতে বিপর্যস্ত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। অথচ এশিয়া কাপের বাকি মাত্র ১৬ দিন! ইতিমধ্যে নুরুল হাসান সোহানের এশিয়া কাপে না খেলা নিশ্চিত হয়েছে, লিটনের কুমার দাসেরও খেলার সম্ভাবনাও কম। ক্রমশ লম্বা হচ্ছে ইনজুরি আক্রান্ত ক্রিকেটারদের তালিকা। ফলে বিকল্প ক্রিকেটার নিয়েই এখন আলোচনা চলছে বাংলাদেশ ক্রিকেটে।

সেই বিকল্প ক্রিকেটার হিসেবে সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে বাহাতি ওপেনার সৌম্য সরকার ও হার্ডহিটার ব্যাটার সাব্বির রহমানের নাম। অথচ এশিয়া কাপে দলে ফেরা নিয়ে কোনো মাথাব্যথা নেই সাব্বির রহমানের। বরং এখন তার সব মনোযোগ ‘এ’ দলের ক্রিকেটে। 

এশিয়া কাপ নিয়ে কিছুই জানেন না সাব্বির। বিসিবি থেকেও নাকি কিছুই জানানো হয়নি। তাই এসব নিয়ে না ভেবে ‘এ’ দলের খেলায় বেশি মনোযোগ দিতে চান তিনি।

সাব্বির বলেন, “আমি এই ব্যাপারে কিছু জানি না (এশিয়া কাপে খেলার ব্যাপারে)। আপনাদের নিউজ দেখেই জানলাম। অফিসিয়াল কিছু আমার কাছে আসেনি।  আপাতত আমার সামনে 'এ' দলের খেলা। এখানেই আমার ফোকাস থাকবে। তিনটা ওয়ানডে আছে সেখানে। আগামী যাচ্ছি। মূল লক্ষ্য থাকবে সেখানে।”

মাঠে ফিরছেন সাইফউদ্দিন, অজানা এশিয়া কাপ ভাগ্য

২০১৯ সালের পর থেকেই জাতীয় দলের বাইরে সাব্বির রহমান। এক সময়ে জাতীয় দলের রাডার থেকেও ছিটকে গিয়েছিলেন। পরবর্তীতে বাংলাদেশ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ভালো খেলে ডাক পেয়েছেন বাংলা টাইগার্সে। এরপর সুযোগ পেলেন ‘এ’ দলের ওয়েস্ট ইন্ডিজ সফরের ওয়ানডে। 

সাব্বির ভালো করেই জানেন জাতীয় দলে ফেরাটা এখন কতটা চ্যালেঞ্জিং । তবে সেই চ্যালেঞ্জ জয় করে ‘এ’ দলের হয়ে ভালো খেলেই ফিরতে চান জাতীয় দলে। 

sportsmail24

“দেখেন সবকিছু তো কিছুটা চ্যালেঞ্জিংই। শেষ তিন বছর জাতীয় দলের বাইরে। কোনো জায়গাতেই ছিলাম না। গতবছর ডিপিএলে ভালো পারফরম্যান্স করেছি। ভালো খেলেছি বলেই আমাকে কল করেছে টাইগার্সে। সেখান থেকে 'এ' দলে, এখন আমি ওয়ানডে দলে। আলহামদুলিল্লাহ। সব জায়গাতেই চ্যালেঞ্জ আছে। এখানে ভালো খেলে কামব্যাক করতে হবে। এখানে যেন ভালো খেলতে পারি সেই চেষ্টা থাকবে। এটা আমার জন্য বড় সুযোগ” যোগ করেন সাব্বির। 

জাতীয় দলের ডেথ ওভারে দ্রুত রান তোলার দক্ষতায় সাব্বিরকে জাতীয় দলের নিয়মিত মুখ বানিয়েছিল। টিম ম্যানেজমেন্ট ও অধিনায়কদের ভরসার জায়গা হয়ে উঠেছিলেন তিনি।

sportsmail24

তবে দীর্ঘ রান খরা, মাঠের বাইরে নানা বিতর্কিত কর্মকান্ড সাব্বিরের ক্রিকেট ক্যারিয়ার খুব বেশি এগোতে দেয়নি। তবে এবার নিজেকে শুধরে জাতীয় দলের হয়ে নিজের সর্বোচ্চ দিতে চান সাব্বির। 

বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ১১টি টেস্ট খেলেছেন সাব্বির, যেখানে চার হাফসেঞ্চুরিতে তার সংগ্রহ ৪৮১ রান। ওয়ানডে টাইগারদের জার্সিতে ৬৬ ওয়ানডেতে এক সেঞ্চুরিতে ১৩৩৩ রান করেছেন তিনি। টি-টোয়েন্টিতে ৪৪ ম্যাচে চার হাফ সেঞ্চুরিতে সাব্বিরের সংগ্রহ ৯৪৬ রান। 

স্পোর্টসমেইল২৪/এসকেডি 



শেয়ার করুন :


আরও পড়ুন

ইবাদতের মাথায় ১৩৯তম ওয়ানডে ক্যাপ পড়ালেন মোস্তাফিজ

ইবাদতের মাথায় ১৩৯তম ওয়ানডে ক্যাপ পড়ালেন মোস্তাফিজ

সোহানের আঙুলে অস্ত্রোপচার লাগবে 

সোহানের আঙুলে অস্ত্রোপচার লাগবে 

বিতর্কিত চুক্তি নিয়ে যুক্তি দিয়েছেন সাকিব, মানছে না বিসিবি

বিতর্কিত চুক্তি নিয়ে যুক্তি দিয়েছেন সাকিব, মানছে না বিসিবি

এশিয়া কাপে অনিশ্চিত লিটন

এশিয়া কাপে অনিশ্চিত লিটন