বাংলাদেশকে সিরিজ হারের লজ্জা দেওয়া রাজার র‍্যাঙ্কিংয়ে ১০ ধাপ উন্নতি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:২৯ পিএম, ১০ আগস্ট ২০২২
বাংলাদেশকে সিরিজ হারের লজ্জা দেওয়া রাজার র‍্যাঙ্কিংয়ে ১০ ধাপ উন্নতি

ব্যাট হাতে দারুণ সময় কাটাচ্ছেন ৩৬ বছর বয়সী জিম্বাবুইয়ান ব্যাটার সিকান্দার রাজা। বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের সিরিজ জয়ে ব্যাট হাতে জোড়া সেঞ্চুরিতে বড় ভূমিকা রেখেছেন। সেই প্রভাবে ওয়ানডে ব্যাটার র‍্যাঙ্কিংয়ে ১০ ধাপ এগিয়ে ২৯ নম্বরে অবস্থান করছেন এই ব্যাটার।

বুধবার (১০ আগস্ট) আইসিসি তাদের সর্বশেষ র‍্যাঙ্কিং প্রকাশ করে। বাংলাদেশের বিপক্ষে এই  সিরিজ শুরুর আগে ওয়ানডেতে ব্যাটার তালিকায় ৩৯ নম্বরে অবস্থানে ছিলেন রাজা।

তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে রাজার সংগ্রহ ছিল যথাক্রমে ১৩৫ ও ১১৭ রান। দুই ম্যাচের কোনোটিতেই অবশ্য তাকে প্যাভিলিয়নে ফেরাতে পারেনি বাংলাদেশি বোলাররা। ব্যাটারদের তালিকায় রাজার উপরে অবস্থান করছেন বাংলাদেশি উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস।

বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে এগিয়েছেন স্পিনার তাইজুল ইসলাম। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে খেলা তাইজুল ইসলাম ৪৮ রানে ১ উইকেট শিকার করেন। ওই ম্যাচের বোলিং পারফর্মেন্সের কারণেই ৯ ধাপ এগিয়ে বর্তমানে ৭১তম স্থানে আছেন।

এছাড়াও টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি উন্নতি করেছেন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার রেজা হেন্ড্রিকস। আয়ারল্যান্ডের বিপক্ষে ৭২ ও ৪২ রানের ইনিংস খেলে ১৩তম স্থানে উঠে এসেছেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের সিরিজ জয়ে ভূমিকা রাখা শ্রেয়াস আইয়ার এগিয়েছেন ছয় ধাপ। টি-টোয়েন্টি ব্যাটার র‍্যাঙ্কিংয়ে তার অবস্থান ১৯তম। এছাড়াও আয়ারল্যান্ডের পল স্টার্লিং ও ড্যারিল মিচেল এগিয়েছেন যথাক্রমে এক ও ২৩ ধাপ।

টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে কেশব মহারাজের উন্নতি হয়েছে ১০ ধাপ। বর্তমানে বোলারদের র‍্যাঙ্কিংয়ে তার অবস্থান ১৮তম। এছাড়াও বোলারদের মধ্যে এগিয়েছেন লুঙ্গি এনগিদি (২৩) ও লকি ফার্গুসন (৩১)।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশের বিপক্ষে সিকান্দার রাজার টানা দ্বিতীয় শতক 

বাংলাদেশের বিপক্ষে সিকান্দার রাজার টানা দ্বিতীয় শতক 

যুদ্ধ বিমানের পাইলট হতে পাকিস্তান ছেড়েছিলেন সিকান্দার রাজা

যুদ্ধ বিমানের পাইলট হতে পাকিস্তান ছেড়েছিলেন সিকান্দার রাজা

বাংলাদেশের বিপক্ষে কাইয়া-রাজার জোড়া শতক

বাংলাদেশের বিপক্ষে কাইয়া-রাজার জোড়া শতক

ইবাদতের মাথায় ১৩৯তম ওয়ানডে ক্যাপ পড়ালেন মোস্তাফিজ

ইবাদতের মাথায় ১৩৯তম ওয়ানডে ক্যাপ পড়ালেন মোস্তাফিজ