জিম্বাবুয়ের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে শুরুতেই চাপে পড়েছে বাংলাদেশ। পর পর তিন উইকেট হারিয়ে টাইগারতের ব্যাটিংয়ে নেমে এসেছে বিপর্যয়। ওপেনার তামিম ইকবালের ফেরার পর খালি হাতে সাজঘলে ফিরেছেন নাজমুল হাসান শান্ত এবং অভিজ্ঞ মুশফিকুর রহিম।
সিরিজের প্রথম দুই ম্যাচে হারের পর জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় বারের মতো হোয়াইটওয়াশের সামনে বাংলাদেশ। এমন সমীকরণের ম্যাচে টস হেরে প্রথম ব্যাট করতে নেমেছে টাইগাররা। শুরুতে সতর্কতার সাথে খেললেও ক্রমেই চাপে পড়া বাংলাদেশ উইকেট হারাতে থাকে।
ইনিংসের ৯ম ওভারের তৃতীয় বলে রান আউটে কাটা পড়ে অধিনায়ক তামিম ইকবাল। সিরিজের গত দুই ম্যাচে টানা ফিফটি করা তামিম ইকবাল এ ম্যাচে করেন ১৯ রান। ৩০ বল মোকাবেলা করে এ রান করেন তিনি। যেখানে ৩টি চারের মার ছিল। তামিম চলে গেলে এনামুল হক বিজয়ের সাথে ৪১ রানে জুটি ভাঙে।
তামিম চলে যাওয়ার পরের ওভারে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। উইকেটে আসা নাজমুল হোসেন শান্ত ফিরেন খালি হাতে। গত ম্যাচেও হতাশ করেছিলেন শান্ত। ৫৫ বল খেলে করেছিলেণ ৩৮ রান।
পর পর দুই উইকেট হারানোর পর বিজয়ের সাথে উইকেটে ব্যাট করতে নামে অভিজ্ঞ মুশফিকুর রহিম। তবে তিনিও হতাশ করেন। শান্তকে সাজঘরে ফেরানো ব্রাডি ইভানস মুশফিককেও বিদায় করেন। ওই ওভারের চতুর্থ বলে ক্যাচবন্দি হয়ে ফিলেন তিনি।
ব্রাডি ইভানসের বলে থার্ডম্যান থেকে অনেকটা দৌড়ে গিয়ে অসাধারণ এক ক্যাচ নেন এনগারাভা। তিন বল খেলে ব্যক্তিগত রানের খাতা শূন্য রেখেই ফিরেন মুশফিক। ফলে ১০ ওভারে শেষ হওয়ার আগেই দলীয় ৪৭ রানে ৩ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, এনামুল হক বিজয়,নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, ইবাদত হোসেন, মোস্তাফিজুর রহমান।
জিম্বাবুয়ে একাদশ
তাদিওয়ানাশে মারুমানি, তাদুওয়ানাশে কাইতানো, ইনোসেন্ট কাইয়া, ওয়েসলি মাধেব্রে, সিকান্দার রাজা (অধিনায়ক),টনি মুনোয়াঙ্গা, ব্রাডি ইভানস, লুক জোঙ্গে, ভিক্টর নুয়াচি, রিচার্ড এনগারাভা।
স্পোর্টসমেইল২৪/আরএস