বোল্টকে অনুসরণ করবে না কেউ, বিশ্বাস নিউজিল্যান্ডের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:০৭ পিএম, ১০ আগস্ট ২০২২
বোল্টকে অনুসরণ করবে না কেউ, বিশ্বাস নিউজিল্যান্ডের

কয়েক দফা আলোচনা শেষে ট্রেন্ট বোল্টকে কেন্দ্রীয় চুক্তি থেকে ‘মুক্তি’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট। বোল্টের অনুরোধেই এই সিদ্ধান্ত নিয়েছে তারা। তবে বোল্টের দেখানো পথে আর কেউ হাটবে না, বিশ্বাস নিউজিল্যান্ডের।

কয়েকদিন আগে পরিবারকে সময় দেওয়া ও বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে অংশ নেওয়ার জন্য কেন্দ্রীয় চুক্তি থেকে সরে আসার আবেদন করেন বোল্ট। এরপর বোর্ডের সঙ্গে দফায় দফায় আলোচনা হয়েছে। শেষ পর্যন্ত বুধবার (১০ আগস্ট) বোল্টের অনুরোধ  রাখার কথা জানিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট। 

বোল্ট এখন ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের এক নম্বর বোলার। নিউজিল্যান্ডের বোলিং আক্রমণের অন্যতম ভরসা, এছাড়া দেশটির তরুণ পেসার কাছে অনুপ্রেরণাও বটে। ফলে বোল্টকে তারা অনুসরণ করবে কিনা এমন একটা প্রশ্ন উঠেছে স্বাভাবিকভাবেই।

তবে নিউজিল্যান্ড ক্রিকেট প্রধান নির্বাহী ডেভিড হোয়াইটের আশা, আর কেউই বোল্টের পথে হাটবে না। এমনকি এটা আসন্ন দিনগুলোর জন্য অশনিসংকেত বলেও মনে করছেন না তিনি।

বোল্টকে চুক্তি থেকে ‘মুক্তি’ দিলো নিউজিল্যান্ড

হোয়াইট বলেন, “আলোচনা এটা নিয়েই যে নিউ জিল্যান্ডের আরও ক্রিকেটার এরকম কিছু করতে শুরু করবেন কিনা? আর কারও কাছ থেকে এরকম কিছু আমরা শুনতে পাইনি। ওরা এখনও বলছে যে টেস্ট ক্রিকেট এবং নিউ জিল্যান্ডের হয়ে পারফর্ম করা দারুণ গুরুত্বপূর্ণ। সামনে তো আমাদের বৈশ্বিক টুর্নামেন্ট আছে প্রতি বছরই।”

এছাড়া ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে ডাক পেতে আগে জাতীয় দলের হয়ে নিজের সামর্থ্যের প্রমাণ দিতে হবে বলেও মনে করিয়ে দেন হোয়াইট। 

sportsmail24

“আরেকটা ব্যাপার হলো, বড় টি-টোয়েন্টি লিগ থেকে প্রস্তাব পেতে হলে আন্তর্জাতিক ক্রিকেটে সফল হতে হবে। তাই দ্বিপাক্ষিক সিরিজে ক্রিকেটারদের পারফর্ম করা দারুণ গুরুত্বপূর্ণ” যোগ করেন নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী।

নিউজিল্যান্ড সাধারণ জাতীয় দলের জন্য দল ঘোষণার সময় কেন্দ্রীয়  ও ঘরোয়া চুক্তিতে থাকা খেলোয়াড়দেরই বিবেচনা করে থাকে। তাই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে বোল্টকে আন্তর্জাতিক ক্রিকেটে খুব বেশি দেখা নাও যেতে পারে। 

স্পোর্টসমেইল২৪/এসকেডি 



শেয়ার করুন :


আরও পড়ুন

সেঞ্চুরি করে মরগ্যান-জয়েসের পাশে চ্যাপম্যান

সেঞ্চুরি করে মরগ্যান-জয়েসের পাশে চ্যাপম্যান

বিপিএল শুরুর আগেই শেষ হবে লঙ্কা প্রিমিয়ার লিগ, তারিখ চূড়ান্ত

বিপিএল শুরুর আগেই শেষ হবে লঙ্কা প্রিমিয়ার লিগ, তারিখ চূড়ান্ত

ব্যালবার্নি- টকারের ফিফটিতে আফগানদের হারালো আয়ারল্যান্ড

ব্যালবার্নি- টকারের ফিফটিতে আফগানদের হারালো আয়ারল্যান্ড

দ্য হানড্রেডে ক্রিকেট প্রতিভা দেখালেন ফুটবলার হ্যারি কেন

দ্য হানড্রেডে ক্রিকেট প্রতিভা দেখালেন ফুটবলার হ্যারি কেন