বার্মিংহাম কমনওয়েলথ গেমসের ক্রিকেট ইভেন্টে কোনো পদক জিততে পারেনি ইংল্যান্ড নারী ক্রিকেট দল। সেই ব্যর্থতার দায়ে ইংলিশ নারীদের হেড কোচের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন লিসা কেইটলি।
চলতি বছরেই শেষ হবে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সাথে লিসা কেইটলির চুক্তির মেয়াদ। গুঞ্জন ছিল, ইসিবির সাথে বাড়াবেন সেই চুক্তি। তবে কমনওয়েলথ গেমসে দলকে পদক এনে দিতে না পারায় সেই মেয়াদ বাড়াতে চান না তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন ইসিবির নারী ক্রিকেট বিভাগের পরিচালক জোনাথান ফিঞ্চ।
লিসা কেইটলি দায়িত্ব ছাড়াই ২০২২ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নতুন কোচ খুঁজে বের করতে হবে ইসিবিকে। ইতিমধ্যেই সেই প্রক্রিয়া শুরু করেছে বলে জানান জোনাথান ফিঞ্চ। নতুন কোচ নিয়োগ হলেও নিজের মেয়াদের পূর্ণ সময় দায়িত্ব পালন করবেন লিসা।
লিসার দায়িত্ব ছাড়ার ব্যাপারে জোনাথান ফিঞ্চ বলেন, “কাজের প্রতি তার ভালোবাসায় আমরা মুগ্ধ। সর্বশেষ আড়াই বছরে সে দারুণভাবে কাজ করেছে। তার ছেড়ে যাওয়াটা আমাদের স্কোয়াডে বড় শূন্যতা তৈরি করবে।”
লিসা কেইটলি ছাড়াও সহকারী কোচ টিম ম্যাকডোনাল্ডও দায়িত্ব ছেড়ে দিয়েছেন। ম্যাকডোনাল্ড অবশ্য অনেকদিন আগেই তার দায়িত্ব ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছিলেন। ইংলিশ নারীদের দায়িত্ব ছেড়ে বিগব্যাশের দল পার্থ স্কোচার্স ও ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার কোচিং প্যানেলের দায়িত্ব নিবেন।
স্পোর্টসমেইল২৪/পিপিআর