স্বীকৃত টি-টোয়েন্টিতে পোলার্ডের নতুন রেকর্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৩৮ পিএম, ০৯ আগস্ট ২০২২
স্বীকৃত টি-টোয়েন্টিতে পোলার্ডের নতুন রেকর্ড

টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন ইতিহাস রচনা করেছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক কাইরন পোলার্ড। ক্রিকেট ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে ৬০০তম ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন এই ক্রিকেটার।

সোমবার (৮ আগস্ট) দ্য হানড্রেড টুর্নামেন্টে লন্ডন স্পিরিটের হয়ে মাঠে নামেন কাইরন পোলার্ড। এই ম্যাচ খেলতে নেমেই ৬০০ টি-টোয়েন্টি খেলার রেকর্ড গড়েন তিনি।

দ্য হানড্রেড ১০০ বলের খেলা হলেও ক্রিকেটের এই ফরম্যাটকে পরিসংখ্যানের পাতায় টি-টোয়েন্টি হিসেবে বিবেচনা করা হয়। সেই হিসেবে এটা তার ক্যারিয়ারের ৬০০তম টি-টোয়েন্টি ম্যাচ।

মাইলফলকের এই ম্যাচ নিজের জন্য স্মরণীয় করে রেখেছেন এই ক্যারিবিয়ান ক্রিকেটার। ম্যানচেস্টার অরিজিনালসের বিপক্ষে এক চার ও চার ছয়ে ১১ বলে ৩৪ রানের একটি ক্যামিও ইনিংস খেলেন তিনি। তার দলও জেতে ৫২ রানের বড় ব্যবধানে।

টি-টোয়েন্টি ফরম্যাটে আপাতত তার এই রেকর্ড কেউ ভাঙতে পারবে না। তার স্বদেশি ডোয়াইন ব্রাভো ৫৪৩ ম্যাচ খেলে দ্বিতীয় স্থানে আছেন। আর কোনো ক্রিকেটার অবশ্য এখনো ৫০০ ম্যাচ খেলার অভিজ্ঞতা পাননি।

৫০০ টি-টোয়েন্টি খেলা ক্রিকেটার দুইজন হলেও চার’শ ম্যাচ রেকর্ড আছে আরও পাঁচ ক্রিকেটারের। তারা হলেন- শোয়েব মালিক (৪৭২), ক্রিস গেইল (৪৬৩), রবি বোপারা (৪২৬), সুনীল নারিন (৪২১) ও আন্দ্রে রাসেল (৪১৪)।

৬০০ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে এক সেঞ্চুরি ও ৫৬ ফিফটিতে ১১৭২৩ রান করেছেন পোলার্ড। তিনি ৭৩৮টি চারের সঙ্গে হাঁকিয়েছেন ৭৮৩টি ছক্কা। এছাড়া বল হাতে রয়েছে ৩০৯টি উইকেট।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্রাম নিতে দ্য হান্ড্রেড থেকে বেয়ারস্টোর নাম প্রত্যাহার

বিশ্রাম নিতে দ্য হান্ড্রেড থেকে বেয়ারস্টোর নাম প্রত্যাহার

দ্য হানড্রেডে ওয়েলস ফায়ারের সহকারী কোচ মার্ক অ্যালিনে

দ্য হানড্রেডে ওয়েলস ফায়ারের সহকারী কোচ মার্ক অ্যালিনে

মিনি ড্রাফটে দ্য হানড্রেডে দল পেলেন হাসনাইন

মিনি ড্রাফটে দ্য হানড্রেডে দল পেলেন হাসনাইন

বার্মিংহাম ফোনিক্সের কোচ হলেন ভেট্টোরি

বার্মিংহাম ফোনিক্সের কোচ হলেন ভেট্টোরি