পিঠের ইনজুরির কারণে এশিয়া কাপের ১৫তম আসরে দেখা যাবে না ভারতের গুরুত্বপূর্ণ পেসার জাসপ্রিত বুমরাহ। এশিয়া কাপের জন্য এখনো ভারতীয় দল ঘোষণা করা না হলেও বুমরাহ’র না থাকার বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম।
চলতি বছরের জুনে ইংল্যান্ড সফরে ভারতীয় দলের হয়ে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন জাসপ্রিত বুমরাহ। টানা খেলার ধকল থেকে মুক্ত রাখতে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে সফরে স্কোয়াডে ছিলেন না। এবার জানা গেলো ইনজুরির কারণে এশিয়া কাপেও খেলতে পারবেন না তিনি।
এই বিষয়ে দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) এক কর্মকর্তা বলেন, “জাসপ্রিত বুমরাহ পিঠের ইনজুরিতে ভুগছেন। সে এশিয়া কাপে খেলবে না। সে আমাদের মূল বোলার, আশা করি বিশ্বকাপের আগে সে ফিরে আসবে। এশিয়া কাপে খেলিয়ে তার ইনজুরির ঝুঁকি বাড়াতে চাই না।”
ইনজুরিতে থাকা এই পেসার কিছুদিনের মধ্যেই ব্যাঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট একাডেমিতে (এনসিএ) পুর্নবাসন প্রক্রিয়া শুরু করবেন। বিশ্বকাপের আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে সুস্থ হয়ে মাঠে ফেরার জন্য কাজ করছেন এই পেসার। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে পরিবারের সাথে সময় কাটাচ্ছেন।
বুমরাহ’র এই ইনজুরির বিষয়টি মোটেও নতুন নয়। এর আগে বেশ কয়েকবারই পিঠের ইনজুরির কারণে মাঠের বাইরে ছিলেন তিনি। বুমরাহ না থাকায় এশিয়া কাপের আবেশ খানের জায়গা পাওয়াটা মোটামুটি নিশ্চিত বলেই ধরে নেওয়া যায়।
ভারতীয় দলের হয়ে এখন পর্যন্ত ৩০ টেস্ট, ৭২ ওয়ানডে ও ৫৮ টি-টোয়েন্টি খেলেহেন জাসপ্রিত বুমরাহ। এই সময়ে ৩১৮ উইকেট শিকার করেছেন তিনি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর