আইসিসির জুলাই সেরা প্রভাত জয়াসুরিয়া

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৪১ পিএম, ০৮ আগস্ট ২০২২
আইসিসির জুলাই সেরা প্রভাত জয়াসুরিয়া

টেস্টে অভিষেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১২ উইকেট নিয়ে হৈ চৈ ফেলে দিয়েছিলেন লঙ্কান স্পিনার প্রভাত জয়াসুরিয়ার। পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজেও ছিল সেই ধারাবাহিকতা। তিন টেস্টে ২৯ উইকেট শিকার করা প্রভাত জয়াসুরিয়াই নির্বাচিত হয়েছেন জুলাইয়ের সেরা ক্রিকেটার।

চলতি বছরের জুলাইয়ে টেস্ট ক্রিকেটে পা রাখেন প্রভাত জয়াসুরিয়া। অভিষেক ম্যাচেই উপহার দেন আলো ঝলমলে অভিষেক। তার স্পিন বিষে নীল হয়ে সিরিজ ড্র করে অস্ট্রেলিয়া। তার শিকার ছিল ১২ উইকেট।

পাকিস্তানের বিপক্ষেও ছিল তার পারফর্মেন্সের সেই ধারাবাহিকতা। পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টে তার শিকার ছিল মোট ১৭ উইকেট। পারফর্মেন্সের এই ধারাবাহিকতাই তাকে এনে দিয়েছে জুলাইয়ের ‘আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ’ স্বীকৃতি।

এই স্বীকৃতি পেতে পিছনে ফেলেছেন ইংল্যান্ডের জনি বেয়ারস্টো ও ফ্রান্সের গুস্তাভ ম্যাকওনকে। দ্বিতীয় শ্রীলঙ্কার ক্রিকেটার হিসেবে এই স্বীকৃতি পেলেন তিনি। এর আগে এই স্বীকৃতি পেয়েছিলেন অ্যাঞ্জেলো ম্যাথিউস।

পুরুষদের পাশাপাশি নারী বিভাগেও দেওয়া হয় মাসসেরা ক্রিকেটারের স্বীকৃতি। জুলাই মাসে এই স্বীকৃতি পেয়েছেন ইংল্যান্ডের এমা ল্যাম্ব। এই লড়াইয়ে তার প্রতিদ্বন্দ্বী ছিল স্বদেশি ন্যাট সিভার ও রেনুকা সিং।

ইংল্যান্ডের হয়ে সর্বশেষ মাসে দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিলেন ল্যাম্ব। তিন ম্যাচে তার ব্যাট থেকে আসে ২৩৪ রান। এছাড়াও বল হাতে তার শিকার ছিল তিন উইকেট।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

বারর আজমের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ভারতের সূর্যকুমার

বারর আজমের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ভারতের সূর্যকুমার

জিম্বাবুয়ের হয়ে খেলতে চান ইংলিশ ব্যাটার গ্যারি ব্যালেন্স

জিম্বাবুয়ের হয়ে খেলতে চান ইংলিশ ব্যাটার গ্যারি ব্যালেন্স

হারের ম্যাচে জরিমানার কবলে ওয়েস্ট ইন্ডিজ

হারের ম্যাচে জরিমানার কবলে ওয়েস্ট ইন্ডিজ

টি-টোয়েন্টিতে টানা দুই সেঞ্চুরির রেকর্ড ফরাসি গুস্তাভ ম্যাকওনের

টি-টোয়েন্টিতে টানা দুই সেঞ্চুরির রেকর্ড ফরাসি গুস্তাভ ম্যাকওনের