চোট নিয়ে সিঙ্গাপুরে সোহান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৫৪ পিএম, ০৮ আগস্ট ২০২২
চোট নিয়ে সিঙ্গাপুরে সোহান

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাম হাতের তর্জনীতে ব্যাথা পেয়েছিলেন উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান। চোটের কারণে ছিটকে যান জিম্বাবুয়ে সফর থেকে। চোট নিয়ে দেশে ফেরার পর বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শের জন্য সোহানকে সিঙ্গাপুরে পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

চিকিৎসকের পরামর্শ নিতে রোববার (৭ আগস্ট) সিঙ্গাপুরে যান নুরুল হাসান সোহান। সোমবার (৮ আগস্ট) বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা রয়েছে। এরপরেই জানা যাবে সোহানের হাতে অস্ত্রোপচার করাতে হবে কি-না।

চলতি বছরের ৩১ আগস্ট জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে হাসান মাহমুদের করা একটি বল আটকাতে গিয়ে আঙুলের চোটে পড়েন নুরুল হাসান সোহান। সেই চোটের কারণে সিরিজের মাঝপথেই দেশে ফিরতে বাধ্য হন। ঢাকায় আসার পর সোহানের চোটের স্ক্যান রিপোর্ট ইংল্যান্ডে পাঠানো হয়। সেখান থেকে দেওয়া হয় অস্ত্রোপচারের পরামর্শ।

এরপরেই তাকে সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বিতীয় পরামর্শ নেওয়ার পরই সিদ্ধান্ত নেওয়া হবে, তার অস্ত্রোপচার করানো হবে কি-না। সোহানের সাথে সিঙ্গাপুরের ফ্লাইট ধরেছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরি।

বিসিবির আরেক চিকিৎসক মনজুর হোসেন জানিয়েছেন, অস্ত্রোপচার না লাগলে তিন সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে উঠবেন নুরুল হাসান সোহান। তবে শল্যবিদের ছুরির নিচে গেলে আরও বেশি সময় লাগবে বলেও জানান।

আঙুলের এই চোটের কারণে এশিয়া কাপে সোহানের খেলা নিয়েও তৈরি হয়েছে শঙ্কা। চলতি বছরের ২৭ আগস্ট থেকে আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপের ১৫ত আসর। টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এবারের আসর অনুষ্ঠিত হবে ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

দুই ম্যাচের পারফরম্যান্সে ‘সমালোচনা’ মানতে নারাজ ডোমিঙ্গো

দুই ম্যাচের পারফরম্যান্সে ‘সমালোচনা’ মানতে নারাজ ডোমিঙ্গো

বাংলাদেশের চেয়ে জিম্বাবুয়ে ভালো দল: তামিম

বাংলাদেশের চেয়ে জিম্বাবুয়ে ভালো দল: তামিম

ভালো শুরু ধরে রাখতে না পারার আক্ষেপ তামিমের কণ্ঠে

ভালো শুরু ধরে রাখতে না পারার আক্ষেপ তামিমের কণ্ঠে

বাংলাদেশের বিপক্ষে সিকান্দার রাজার টানা দ্বিতীয় শতক 

বাংলাদেশের বিপক্ষে সিকান্দার রাজার টানা দ্বিতীয় শতক