বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ব্যাট হাতে দলের ভরসার নাম ছিলেন সিকান্দার রাজা। ওয়ানডে সিরিজেও ধরে রেখেছেন পারফর্মেন্সের সেই ধারাবাহিকতা। প্রথম ওয়ানডের পর দ্বিতীয় ম্যাচেও তুলে নিয়েছেন সেঞ্চুরি। এটা তার ক্যারিয়ারের পঞ্চম শতক।
রোববার (৭ আগস্ট) হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। উড়ন্ত সূচনা পেলেও শেষ পর্যন্ত বাংলাদেশ থামে ২৯০ রানে। এই লক্ষ্য তাড়া করতে নেমে দ্রুতই চার উইকেট হারিয়ে বসলেও পথ হারায়নি স্বাগতিকরা। রেগিস চাকাভা ও সিকান্দার রাজার ব্যাটে ভর জয়ের বন্দরে এগিয়ে যায়।
প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ওয়ানডেতেও সেঞ্চুরি তুলে নিয়েছেন সিকান্দার রাজা। এটি তার ক্যারিয়ারের পঞ্চম অর্ধশতক। এর আগে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে তুলে নিয়ে ১৩৫* রানের ইনিংস খেলেন তিনি।
তার ওই সেঞ্চুরিতে ভর করে ম্যাচ জিতে সিরিজে এগিয়ে যায় জিম্বাবুয়ে। দ্বিতীয় ওয়ানডেতে ১১৫ বলে তুলে নেন ক্যারিয়ারের ৫ম সেঞ্চুরি। এই সেঞ্চুরি করতে সিকান্দার রাজা খেলেছেন ১১৫ বল। এই ইনিংসে ছিল ৭ চার ও ৪ ছক্কা।
দ্বিতীয় জিম্বাবুইয়ান ক্রিকেটার হিসেবে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করলেন সিকান্দার রাজা। এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে এই কীর্তি গড়েছিলেন ব্রেন্ডন টেইলর।
সিকান্দার রাজা ছাড়াও দ্বিতীয় ওয়ানডেতে তিন অঙ্কের দেখা পান রেগিস চাকাভা। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করা চাকাভা প্যাভিলিয়নে ফেরেন ৭৫ বলে ১০২ রান করে। ইনিংসে নিজের ৭৪তম বলে ১০ চার ও ২ ছক্কায় ক্যারিয়ারের প্রথম শতক তুলে নেন চাকাভা। এই নিয়ে টানা দুই ম্যাচে জোড়া শতক দেখলো জিম্বাবুয়ে ক্রিকেট।
জিম্বাবুয়ের ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় বারের মতো একই জোড়া শতক করলেন দুই ক্রিকেটার। এর আগে শুক্রবার (৫ আগস্ট) প্রথমবারের মতো জিম্বাবুয়ের হয়ে একই ম্যাচে জোড়া শতক করেন সিকান্দার রাজা ও ইননোসেন্ট কাইয়া।
স্পোর্টসমেইল২৪/পিপিআর