খেলোয়াড়ি জীবনে অনেকবারই হাঁটুর ইনজুরিতে পড়েছিলেন শোয়েব আকতার। তবে খেলা ছাড়ার পরও পিছু ছাড়েনি সেই ইনজুরি। এবার তাই হাঁটুর চোটের কারণে অস্ট্রেলিয়ায় শল্যবিদের ছুরির নিচে গিয়েছেন এই তারকা পেসার। সাবেক এই পেসার বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন।
রাওয়ালপিন্ডি এক্সপ্রেস খ্যাত এই পেসার খেলোয়াড়ি জীবনে বেশ কয়েকবারই এই হাঁটুর চোটে ভুগেছিলেন। এই কারণে দীর্ঘ হয়নি তার ক্রিকেট ক্যারিয়ারও।
ইনজুরির কারণে ৪৬ টেস্ট, ১৬৩ ওয়ানডে ও ১৫ টি-টোয়েন্টিতেই থেমেছে তার আন্তর্জাতিক ক্যারিয়ার। খেলার মাঠের সেই চোট তার ব্যক্তিগত জীবনেও ফেলেছিল তার প্রভাব। ফলে খেলা ছাড়ার পরও আবারও তাকে যেতে হয়েছে অস্ত্রোপচারের টেবিলে।
অস্ট্রেলিয়ায় করানো সেই অস্ত্রোপচারে আগে সামাজিক যোগাযোগমাধ্যমে শোয়েব আকতার বলেন, “প্রচুর ব্যাথা সহ্য করতে হয়েছে। এটা আট ঘণ্টা দীর্ঘ একটা অস্ত্রোপচার হতে যাচ্ছে। আমি সঠিক সময় ফিরবো আশা করি।”
অস্ত্রোপচারটি আরও আগে করাতে চেয়েছিলেন শোয়েব আকতার। তবে বিভিন্ন কারণে আর মাস দুয়েক পিছিয়ে গেছে বলেও জানান তিনি। শেষ পর্যন্ত এই অস্ত্রোপচার হওয়ায় বেশ খুশি। তিনি আরও জানান, এটাই হয়তো তার হাঁটুর শেষ সার্জারি।
শোয়েব আকতার অস্ত্রোপচারের টেবিলে যাওয়ার পর তার দ্রুত সুস্থতা কামনা করেছেন পাকিস্তানি তারকা ক্রিকেটাররা। পাকিস্তানি অলরাউন্ডার ও শোয়েবের সাবেক সতীর্থ মোহাম্মদ হাফিজ বলেন, “দ্রুত সুস্থতা কামনা করি। আশা করি ভালো থাকবেন।”
স্পোর্টসমেইল২৪/পিপিআর