এশিয়া কাপে অনিশ্চিত লিটন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৪৮ পিএম, ০৬ আগস্ট ২০২২
এশিয়া কাপে অনিশ্চিত লিটন

হ্যামস্ট্রিং ইনজুরির কারণে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে যাওয়া ওপেনার লিটন দাসকে আরও বেশি সময়ের জন্যও হয়তো বিশ্রামে থাকতে হতে পারে। ফলে চলতি আগস্টের ২৭ তারিখ থেকে শুরু হওয়া এশিয়া কাপে লিটন দাসের খেলা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।

হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে চোট পেয়ে স্ট্রেচারে চড়ে মাঠ ছাড়েন লিটন। পরে বিবিসিবর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুরো জিম্বাবুয়ে সফর থেকেই ঝিটকে গেছেন লিটন দাস।

এদিকে, ইনজুরিতে শুধুমাত্র চলমান জিম্বাবুয়ের সফরে ওয়ানডে সিরিজ থেকেই ছিটকে যাননি লিটন দাস। সংযুক্ত আরব আমিরাকে অনুষ্ঠিতব্য এশিয়া কাপেও তার খেলার সম্ভাবনা এখন ক্ষীণ। কারণ তাকে আরও লম্বা সময়ের জন্যও হয়তো বিশ্রামে থাকতে হতে পারে।

সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ শুরু হতে ২০ দিনের মতো, অর্থাৎ তিন সপ্তাহের কম সময় বাকি রয়েছে। যদিও বাংলাদেশের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে তিন দিন পর ৩০ আগস্ট। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের যাত্রা শুরু করা এবারের এশিয়া কাপের প্রথম ম্যাচে মুখে হবে শ্রীলঙ্কা ও আফগানিস্তান।

চোটে পড়া আগে ৮১ রান করেন লিটন। এরপর আর ব্যাট করতে না পারায় আহত হয়ে অবসর তিনি। ড্রেসিং রুমে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে নিয়ে স্ক্যান করা হলে লিটন দাসের যা তার পেশীতে চোট ধরা পড়েছে। এরপর বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান সিরিজে লিটন দাসকে আর পাওয়া যাবে না।

বাংলাদেশের ফিজিও মুজাদ্দেদ আলফা সানি বলেছেন, ‘আমরা তার ডান হ্যামস্ট্রিংয়ে একটি স্ক্যান করেছি। রিপোর্টে পেশীর গ্রেড টু স্ট্রেন ধরা পড়েছে। এ ধরনের ইনজুরি থেকে সুস্থ হতে সাধারণত তিন থেকে চার সপ্তাহ লাগে। সামনের দিনগুলোতে লিটন পর্যবেক্ষণে থাকবেন এবং তাকে পুনর্বাসন পরিকল্পনায় রাখা হবে।’

সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ শুরু হতে ২০ দিনের মতো, অর্থাৎ তিন সপ্তাহের কম সময় বাকি রয়েছে। যদিও বাংলাদেশের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে তিন দিন পর ৩০ আগস্ট। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের যাত্রা শুরু করা এবারের এশিয়া কাপের প্রথম ম্যাচে মুখে হবে শ্রীলঙ্কা ও আফগানিস্তান।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

এশিয়া কাপ থেকে ৬ মিলিয়ন ডলার পাবে শ্রীলঙ্কা

এশিয়া কাপ থেকে ৬ মিলিয়ন ডলার পাবে শ্রীলঙ্কা

অস্থিরতা ছাড়াও এশিয়া কাপ না আয়োজনে ভিন্ন কারণ ছিল শ্রীলঙ্কার

অস্থিরতা ছাড়াও এশিয়া কাপ না আয়োজনে ভিন্ন কারণ ছিল শ্রীলঙ্কার

সবার আগে এশিয়া কাপের দল দিল পাকিস্তান

সবার আগে এশিয়া কাপের দল দিল পাকিস্তান

নারী এশিয়া কাপ ফুটবল আয়োজনে আগ্রহী সৌদি আরব

নারী এশিয়া কাপ ফুটবল আয়োজনে আগ্রহী সৌদি আরব