দল বিপর্যয়ে, জিম্বাবুয়ে উড়াল দিচ্ছেন ইবাদত ও নাঈম শেখ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৫৭ পিএম, ০৬ আগস্ট ২০২২
দল বিপর্যয়ে, জিম্বাবুয়ে উড়াল দিচ্ছেন ইবাদত ও নাঈম শেখ

স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজে হারের তিক্ত স্বাদ নেওয়ার পর ওয়ানডে সিরিজেও খাদের কিনারায় দাঁড়িয়ে বাংলাদেশ। বাজে পারফর্ম্যান্স এবং ইনজুরিতে আক্রান্ত বাংলাদেশ দলে এবার যুক্ত করা হলো ওপেনিং ব্যাটার মো. নাঈম শেখ ও পেসার ইবাদত হোসেন। সিরিজের শেষ দুই ম্যাচের জন্য তাদেরকে দলে যুক্ত করা হয়েছে।

শনিবার (৬ আগস্ট) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। জানা গেছে, সিরিজের দ্বিতীয় ম্যাচের আগে দলের সাথে যোগ দিতে আজ ( শনিবার, ৬ আগস্ট) সন্ধ্যায় জিম্বাবুয়ের উদ্দেশে বিমান ধরবেন তারা।

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৩০৩ রান করেও জিততে পারিনি বাংলাদেশ। চার ব্যাটারের অর্ধশত রানের ইনিংসের বড় সংগ্রহ গড়লেও বোলিং এবং বাজে ফিল্ডিংয়ের কারণে হারের স্বাদ নিয়েছে টাইগাররা।

জিম্বাবুয়ের বিপক্ষে ৯ বছর পর ওয়ানডে ম্যাচ হারের দিনে চোটে পড়ে সিরিজ থেকে ছিটকে গেছেন লিটন কুমরা দাস। এছাড়া ইনজুরির কারণে শঙ্কায় রয়েছে অভিজ্ঞ মুশফিকুর রহিম এবং শরিফুল ইসলাম। টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন নুরুল হাসান সোহান।

বিজ্ঞপ্তিতে বিসিবি থেকে বলা হয়, নুরুল হাসান সোহানের পর ইনজুরির কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন লিটন কুমার দাস। তাদের দু’জনের পরিবর্ত নাঈম শেখ এবং ইবাদত হোসেনকে দলে যুক্ত করা হয়েছে।

তারা দু’জনই আজ শনিবার জিম্বাবুয়ের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন এবং রোববার সিরিজের দ্বিতীয় ওয়ানডে শুরুর আগে দলের সাথে যোগ দেবেন।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

‘এই ধরাটা একদিন না একদিন খেতেই হতো’

‘এই ধরাটা একদিন না একদিন খেতেই হতো’

তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে লিটন দাস

তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে লিটন দাস

৯ বছর পর ‘ওয়ানডে বাংলাদেশ’কে হারালো জিম্বাবুয়ে

৯ বছর পর ‘ওয়ানডে বাংলাদেশ’কে হারালো জিম্বাবুয়ে

শেখ কামাল জাতীয় ক্রীড়া পুরস্কার পেলেন লিটন-শরিফুল

শেখ কামাল জাতীয় ক্রীড়া পুরস্কার পেলেন লিটন-শরিফুল