মিথুনের অর্ধশতক, ১৬৭ রানে শেষে প্রথম ইনিংস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:১৩ এএম, ০৬ আগস্ট ২০২২
মিথুনের অর্ধশতক, ১৬৭ রানে শেষে প্রথম ইনিংস

ফাইল ছবি

আউটফিল্ডের ঝামেলায় প্রথম দিন খেলা হয়েছিল মাত্র ৪৩ ওভার! খেলার মাঝেপথেও দফায় দফায় খেলা বন্ধ ছিল প্রায় চার ঘণ্টা। প্রথম দিনের শেষবেলায় ব্যাট হাতে প্রতিরোধ গড়া অধিনায়ক মিঠুন দ্বিতীয় দিনের শুরুতে হাফ সেঞ্চুরি তুলে নিলেও দল বেশিদূর যেতে পারেনি, অলআউট হয়েছে ১৬৭ রানে।

শুক্রবার (৫ আগস্ট) ওয়েস্ট ইন্ডিজের সেন্ট লুসিয়াতে চারদিনের ম্যাচের দ্বিতিয় দিনে ব্যাটিং করতে নেমেছিলেন আগের দিনের অপরাজিত বাংলাদেশ ‘এ’ দলের দুই ব্যাটার, মোহাম্মদ মিথুন ও নাইম হাসান।

দ্বিতীয় দিনে মাত্র ১৭ ওভার টিকেছে বাংলাদেশের ইনিংস, আগের দিনের ১৩৫ রানের সঙ্গে যোগ হয়েছে মাত্র ৩২ রান! 

আগের দিন ৭৯ বলে ৪২ রানে অপরাজিত থাকা অধিনায়ক মিথুন এদিন আট রান যোগ করে হাফসেঞ্চুরি তুলে নেওয়ার পরই বিদায় নেন। মিথুনকে যোগ্য সঙ্গ দেওয়া নাইমও চলে যান এরপরই! যাওয়ার সময় তার নামের পাশে ছিল ৬০ বলে ২৭ রানের ইনিংস। 

৯ বছর পর ‘ওয়ানডে বাংলাদেশ’কে হারালো জিম্বাবুয়ে

আগের দিনের শেষবেলায় ব্যাট হাতে দৃঢ়তা দেখানো মিথুন ও নাইম ফেরার পর খুব বেশি দূর আগায়নি বাংলাদেশের ইনিংস। শেষ পর্যন্ত ১৬৭ রানে শেষ হয় বাংলাদেশ ‘এ’ দলের প্রথম ইনিংস।

ব্যাটিং করতে নেমে খুবই ধীরে-সুস্থে ও সাবধানে শুরু করেন ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের দুই ওপেনার। রান করার চেয়েও উইকেটে সময় কাটানোকেই প্রাধান্য দিচ্ছিলেন তারা।

‘এই ধরাটা একদিন না একদিন খেতেই হতো’

স্বাগতিকদের হয়ে ওপেন করতে নেমেছিলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তী ব্যাটার শিবনারায়ন চন্দরপল। ১২০ বলে ৪৮ রান করে আউট হন তিনি। 

৯৮ বলে ৩২ রানে আউট হন আরেক ওপেনার জেরেমি সোলোজানো। কেসি কার্টির ব্যাট থেকে আসে ৬৩ বলে ৩৭ রান। শেষ পর্যন্ত তিন উইকেট হারিয়ে ১৬৫ রান নিয়ে দিন শেষ করে স্বাগতিকরা।

স্পোর্টসমেইল২৪/এসকেডি  



শেয়ার করুন :


আরও পড়ুন

বিষ্ফোরক স্যান্টনার, হেগে আরও একটি জয় নিউজিল্যান্ডের

বিষ্ফোরক স্যান্টনার, হেগে আরও একটি জয় নিউজিল্যান্ডের

তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে লিটন দাস

তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে লিটন দাস

মাঠে তাসকিন, ‘প্রার্থনারত’ স্ত্রী নাঈমা রাবেয়া

মাঠে তাসকিন, ‘প্রার্থনারত’ স্ত্রী নাঈমা রাবেয়া

বাংলাদেশের টেস্ট নিয়ে পিটারসেনের 'ভয়ঙ্কর' বার্তা

বাংলাদেশের টেস্ট নিয়ে পিটারসেনের 'ভয়ঙ্কর' বার্তা