দুর্দান্ত ব্যাটিং করা লিটন দাস তখন ৮৯ বলে ৮১ রানের সংগ্রহে। ক্যারিয়ারের ষষ্ঠ অর্ধশতক তুলে নেওয়ার পর এগিয়ে চলছিলেন শতকের দিকে, তবে তিন অঙ্কের ঘরে আর যাওয়া আর হলো না। জিম্বাবুয়ে বোলাররা আউট করতে না পারলেও হ্যামস্ট্রিংয়ে চোটে পড়ে লিটন দাসকে মাঠ ছাড়তে হয় স্ট্রেচারে চড়ে।
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে তামিম ইকবালের সাথে ওপেনিংয়ে ব্যাট করতে নেমেছিলেন লিটন দাস। ফিফটির পর তামিম চলে গেলেও এনামুল হক বিজকে নিয়ে রানের গতি সচল রাখেন লিটন। ওয়ানডে ক্যারিয়ারের ষষ্ঠ ফিফটি তুলে নিয়ে এগিয়ে চলছিলেন শতকের দিকে। তবে ইনিংসের ৩২তম ওভারে চোট পান তিনি।
সিঙ্গেল নেওয়ার জন্য ছুটছিলেন লিটন, তবে ক্রিজে পৌঁছানোর আগেই ব্যথা অনুভব করায় মাটিতে লুটিয়ে পড়েন। এরপর আর উঠেই দাঁড়াতে পারেননি লিটন দাস। স্ট্রেচারে করে তাকে মাঠের বাইরে নেওয়া হয়।
লিটন যখন মাঠ ছাড়েন তখন বাংলাদেশের সংগ্রহ ছিল ১ উইকেটে ১৭১ রান, আর লিটনের ব্যক্তিগত সংগ্রহ ছিল ৮১ রান। ৮৯ বল মোকাবেলা করে ৯টি চার ও একটি ছক্কার মারে এ রান করেন তিনি।
সর্বশেষ খবর অনুযায়ী, আজকের ম্যাচে লিটন আর ব্যাটিং করতে পারবেন না। তবে ফিল্ডিং করার না করার বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি। লিটন চলে যাওয়ায় ক্রিজে বিজয়ের সাথে জুটি বেধেছেন মুশফিকুর রহিম।
স্পোর্টসমেইল২৪/আরএস