সংযুক্ত আরব আমিরাতে নতুন বছরের শুরুতে বসবে ইন্টারন্যাশন্যাল লিগ টি-টোয়েন্টি (আইএলটি২০)। এই টুর্নামেন্টে খেলার জন্য প্রথম অস্ট্রেলিয়ান ক্রিকেটার হিসেবে বড় অঙ্কের প্রস্তাব পেয়েছিলেন ডেভিড ওয়ার্নার। এতেই বিগব্যাশ ছেড়ে আরব আমিরাতের লিগেই খেলার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন। তার মতো আরও কয়েকজন অস্ট্রেলিয়া ক্রিকেটার পেয়েছেন টুর্নামেন্টটিতে খেলার প্রস্তাব।
সংযুক্ত আরব আমিরাতে ২০২৩ সালের জানুয়ারিতে বসবে আইএলটি২০। এই আসরে খেলার জন্য ৭ লাখ মার্কিন ডলারের প্রস্তাব পেয়েছিলেন ডেভিড ওয়ার্নার। তবে একই সময় অস্ট্রেলিয়ায় চলবে তাদের ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট বিগব্যাশ। ওই সময়ে জাতীয় দলের ক্রিকেটারদের বিগব্যাশেই চায় ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
বিগব্যাশ চলাকালীন দক্ষিণ আফ্রিকা দলের অস্ট্রেলিয়া সফরের কথা ছিল। তবে নিজ দেশের ফ্রাঞ্চাইজি লিগ ওই সময়ে হওয়ায় সিরিজটি বাতিল করে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। তাই সময়টাতে অস্ট্রেলিয়া জাতীয় দলের সব ক্রিকেটারদের বিগব্যাশে পেতে আগ্রহী ফ্রাঞ্চাইজিগুলো।
একই সময়ে আরব আমিরাতের ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট হওয়ায় তা নিয়ে কিছুটা শঙ্কা জেগেছিল। এমনকি, ক্রিকেটারদের কাছে আসা প্রস্তাবও বেশ শঙ্কিত করে তুলেছে ক্রিকেট অস্ট্রেলিয়াকে। সমস্যা সমাধানে তাই ক্রিকেটারদের সাথে আলোচনায় বসতে যাচ্ছে।
প্রথমে ডেভিড ওয়ার্নার প্রস্তাব পেলেও পরে আরও ১৫জন ক্রিকেটারের কাছে আরব আমিরাতের টি-টোয়েন্ট লিগে খেলার প্রস্তাব গিয়েছে বলে জানিয়েছে দেশটির বিভিন্ন গণমাধ্যম। সবাইকেই দেওয়া হয়েছে বড় অঙ্কের প্রস্তাব।
ক্রিকেটারদের আরব আমিরাতের লিগে যাওয়া ঠেকাতে ক্রিকেটার ও ক্রিকেটারদের সংগঠন প্লেয়ার্স ইউনিয়নের সাথে আলোচনায় বসবে ক্রিকেট অস্ট্রেলিয়া। এর আগে ক্রিকেটারদের বেতন বাড়ানোর উপায়ও খুঁজে বের করতে চাচ্ছে তারা। জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের বেতনও আন্তর্জাতিক ক্রিকেটারদের সমান করার চিন্তা ভাবনা শুরু করে দিয়েছে সিএ।
আরব আমিরাতের এই ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে দলগুলো মোট ১৮ জন ক্রিকেটারকে ভেড়ানোর সুযোগ পাবে। একাদশে দুইজন আরব আমিরাতের ক্রিকেটারকে খেলিয়ে বাকি ৯ জন বিদেশি ক্রিকেটার খেলানোর সুযোগ পাবে। তাই টুর্নামেন্টটিতে বিদেশি ক্রিকেটার খেলানো নিয়ে তৈরি হয়েছে নানা তোড়জোড়।
স্পোর্টসমেইল২৪/পিপিআর