সাড়ে চার কোটি রুপি হাতছাড়া হাসারাঙ্গার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:১৮ পিএম, ০৫ আগস্ট ২০২২
সাড়ে চার কোটি রুপি হাতছাড়া হাসারাঙ্গার

ইংল্যান্ডের একশ বলের টুর্নামেন্ট দ্য হান্ড্রেডে খেলার প্রস্তাব পেয়েছিলেন শ্রীলঙ্কান অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। তাকে দেওয়া চুক্তির প্রস্তাবে আর্থিক অঙ্কের পরিমাণ ছিল এক লাখ পাউন্ড, শ্রীলঙ্কান রুপিতে যার পরিমাণ দাড়ায় প্রায় সাড়ে চার কোটি রুপি।

কিন্তু শ্রীলঙ্কা ক্রিকেট তাকে টুর্নামেন্টটি খেলার অনুমতি দেয়নি, ফলে হাতছাড়া হলো এত বড় অঙ্কের প্রস্তাব। বোর্ড না করায় দ্য হান্ড্রেডের দল ম্যানচেস্টার অরিজিনালসের কাছ থেকে পাওয়া এই প্রস্তাব ফিরিয়ে দেওয়া ছাড়া কিছুই করার ছিল না হাসারাঙ্গার সামনে।  

হাসারাঙ্গার প্রতি আগেও আগ্রহ ছিল দলটির, কিন্তু হান্ড্রেডের সঙ্গে শ্রীলঙ্কার নিজস্ব ফ্র্যাঞ্চাইজি লিগের সূচি মিলে যাচ্ছিল। এজন্য প্রথমে আগ্রহ থাকলেও প্রস্তাব দেয়নি তারা।

কিন্তু যখন শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি লিগ স্থগিত হয়ে যায় তখন পুনরায় হাসারাঙ্গার প্রতি আগ্রহ দেখায় ম্যানচেস্টার অরিজিনালস। কিন্তু শ্রীলঙ্কা ক্রিকেটের আপত্তির মুখে হান্ড্রেডে খেলা হচ্ছে না তার।

এশিয়া কাপ থেকে ৬ মিলিয়ন ডলার পাবে শ্রীলঙ্কা

মূলত আসন্ন এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য হাসারাঙ্গাকে সতেজ ও ফিট রাখার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা ।

তবে দুই পক্ষের সমঝোতায় ২০২৩ সালের আসরের জন্য এখনই হাসারাঙ্গার সঙ্গে চুক্তি করে রাখতে পারে ম্যানচেস্টার অরিজিনালস। 

অস্থিরতা ছাড়াও এশিয়া কাপ না আয়োজনে ভিন্ন কারণ ছিল শ্রীলঙ্কার

সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টি ক্রিকেটে হটকেটে পরিণত হয়েছেন শ্রীলঙ্কান অলরাউন্ডার হাসারাঙ্গা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও শেষ দুই আসরে র‍য়্যাল চ্যালেঞ্জার্সের হয়ে মাঠে নেমেছেন এই ক্রিকেটার।

স্পোর্টসমেইল২৪/এসকেডি



শেয়ার করুন :


আরও পড়ুন

প্রথম বাংলাদেশি হিসেবে আট হাজারি ক্লাবে তামিম

প্রথম বাংলাদেশি হিসেবে আট হাজারি ক্লাবে তামিম

শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচ দিয়ে শুরু হবে এশিয়া কাপ

শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচ দিয়ে শুরু হবে এশিয়া কাপ

শঙ্কায় সোহানের এশিয়া কাপ খেলা

শঙ্কায় সোহানের এশিয়া কাপ খেলা

অস্ট্রেলিয়ার ১৫ ক্রিকেটারের কাছে আরব আমিরাতের লিগে খেলার প্রস্তাব

অস্ট্রেলিয়ার ১৫ ক্রিকেটারের কাছে আরব আমিরাতের লিগে খেলার প্রস্তাব